Choache Hiim Lyrics by Rishav Chakraborty :
Choache Hiim Song Is Sung by Rishav Chakraborty. Music Arranged by Soumyadeep Subhadeep. Music Composed by Rishav And Choache Hiim Lyrics Written by Samiran Barui.
Song : Choache Hiim
Vocal, Music & Composition : Rishav Chakraborty
Lyrics : Samiran Barui
Mixing & Mastering : Somagni Biswas
Flute : Subhamoy Ghosh
Percussion : Agnitray Chakrabarty
Studio : Skyscraper Studio
Art Work : Sagnik Kundu
Choache Hiim Song Lyrics In Bengali :
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।
ইশারায় তুলোর বালিশ
অজানা রাজ্য সালিশ,
জাপ্টে সুখ কোলের খাদে
পদ্য হয়ে যায়।
খানিক জব্দ দূরে ঠেলছি
সরল অঙ্ক চুলে খেলছি,
বরফ গলছে হাতের মালসাট
নাছোড় এমন গায় ..
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।।
কেমন ভালো মন্দ লাগা
পরিপাটির ফ্রেম,
হাজার ফর্দ অভাব মাঝে
উঁকি মারে প্রেম।
টিপের পাতায় আবেগ জমায়
দেওয়াল পাতায় ভাব,
কাঁচের বয়াম জমায় খুশি
তেঁতুল পাতার খোয়াব।
এহেন দিন কাটে, যাপনে রাত
হেরেও মন পাবে যুদ্ধ জয়,
রাজ্যপাট জানে কাজল এ চোখ
হাতের রেখায় জানি,
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।।
এক ঝাঁক সিঁদুরি লালী
চৌকাঠ সংসার,
দুই ধাপ আলপনা এঁকে
আঁচলের ঘর।
বুকঝিম স্বপ্নরা শোনে
মায়ার কাঁকন,
বজায় দিলরুবা সাঁঝে
এক মাঝি মন।
দেওয়া নেওয়া হয় অভিসারেতে
আর অভিমান দূরে সরাতে,
গুন করে নাও, ভাগ করে নাও
দুই সুখ যাত্রী ঘোর মাথা,
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।
ইশারায় তুলোর বালিশ
অজানা রাজ্য সালিশ,
জাপ্টে সুখ কোলের খাদে
পদ্য হয়ে যায়।
খানিক জব্দ দূরে ঠেলছি
সরল অঙ্ক চুলে খেলছি,
বরফ গলছে হাতের মালসাট
নাছোড় এমন গায় ..
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।।
ছোঁয়াচে হিম লিরিক্স - ঋষভ চক্রবর্তী :
Chowache Hiim barche
Kature buk galche
Aboron jomay aagun
Dube mekhe jaay
Isharay tulor balish
Ojana rajjo salish
Japte sukh koler khaade
Poddo hoye jaay
Khanik jobdo dure thelchi
Sorol onko chule khelchi
Borof golche haater malsat
Nachor emon gaay
Choache Hiim barche
Kature buk galche
ছোঁয়াচে হিম গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন ঋষভ চক্রবর্তী। গানের লিরিক্স লিখেছেন সমীরণ বারুই।
0 Comments
Post a Comment