Mone Rekho Amar E Gaan Lyrics from Premi :
Mone Rekho Amar E Gaan Song Is Sung by Sonu Nigam And Shreya Ghoshal from Premi Bengali Movie. This Movie Directed by Rabi Kinagi. This Movie Is The Debut Of Music Director Jeet Gannguli. Mone Rekho Amar E Gaan Lyrics Written by Gautam Susmit.
Premi Bengali Movie Cast : Jeet, Jisshu Sengupta, Chandana Sharma, Kalyani Mondal, Kaushik Banerjee, Subhasish Mukherjee And Others.
Song : Mone Rekho Amar E Gaan
Movie Name : Premi (2004)
Singer : Shreya Ghoshal & Sonu Nigam
Music : Jeet Gannguli
Lyrics : Gautam Susmit
Directed by : Rabi Kinagi
Label : SVF
Mone Rekho Amar E Gaan Song Lyrics In Bengali :
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।
যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
ও.. হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।
মনে রেখ আমার এ গান লিরিক্স - সনু নিগম ও শ্রেয়া ঘোষাল :
Mone Rekho Amar E Gaan
Sudhu Mone Rekho Amar E Gaan
Koto je kotha mone lukono
Hoyni tomake aajo shonano
Bole jay amar ei gaan
Aaj bole jay amar e gaan
Mone Rekho Amar Ei Gaan
Sudhu Mone Rekho Amar E Gaan
Tumi ki jano keu arale bose
Tomake jibon diye valo se base
Tar moner joto kotha
Aar gopon premer byatha
Bole jay amar ei gan
Aaj bole jay amar e gan
Koto ashay kande praan
Koto nirob obhiman
মনে রেখো আমার এ গান এই গানটি গেয়েছেন সনু নিগম ও শ্রেয়া ঘোষাল। গানটি প্রেমী বাংলা মুভির গান. গানটির সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলী। মনে রেখো আমার এ গান গানের লিরিক্স লিখেছেন গৌতম সুস্মিত।
0 Comments
Post a Comment