Hori Bole Amar Gour Nache Bengali Devotional Song



Hori Bole Amar Gour Nache Lyrics :

Hori Bole Amar Gour Nache Lyrics Written by Nilkantha Mukhopadhyay And This Bengali  Devotional Song Is Sung by Buddhadeb Mukhopadhyay. Music Composed by Bholanath Mukhopadhyay.

Song : Hori Bole Amar Gour Nache 
Singer: Buddhadeb Mukhopadhyay 
Lyrics: Nilkantha Mukhopadhyay 
Composer: Bholanath Mukhopadhyay 
Studio : Dhun
Recordist : Kousik Some
Label : SVF Devotional

Hori Bole Amar Gour Nache Song Lyrics In Bengali :

হরি বলে আমার গৌর নাচে, নাচে রে 
হরি বলে আমার গৌর নাচে,
নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরি মাঝে
রাঙ্গা পায়ে সোনার নূপুর রুণু ঝুণু বাজে,
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে 
হরি বলে আমার গৌর নাচে। 

নাম সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে 
নাম সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে,
ভক্তগণ সঙ্গে গৌর নাচে 
ভক্তগণ সঙ্গে গৌর নাচে,
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে 
হরি বলে আমার গৌর নাচে। 

হরিবোল বলে বদনে গোরা 
চায় গদাধর পানে,
হরিবোল বলে বদনে গোরা 
চায় গদাধর পানে,
গোরার অরুন নয়নে বহিছে সঘনে
অরুন নয়নে বহিছে সঘনে,
প্রেম ধারা শ্রী অঙ্গে, নাচে সংকীর্তনে   
শচীর দুলাল নাচে রে,
আমার গোরা নাচে রে,  

বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই
তারই মাঝে নাচে আমার চৈতন্য গোঁসাই,
বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই
তারই মাঝে নাচে আমার চৈতন্য গোঁসাই,
থেকো রে বাপ নরহরি থেকো গৌরের পাশে
ওই রাধা প্রেমে গড়া তনু, ধূলায় পড়ে পাছে। 

হরি বলে আমার গৌর নাচে, নাচে রে 
হরি বলে আমার গৌর নাচে,
নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরি মাঝে
রাঙ্গা পায়ে সোনার নূপুর রুণু ঝুণু বাজে,
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে 
হরি বলে আমার গৌর নাচে। 

শিব নাচে ব্রহ্মা নাচে আরও নাচে ইন্দ্র
গৌর ঘিরি ফিরি নাচে প্রভু নিত্যানন্দ 
হরি বোল বোলে আমার গৌর নাচে।
চন্দ্র নাচে সূর্য নাচে আরও নাচে তারা 
পাতালে বাসুকি নাচে বলে গোরা গোরা 
আমার গৌর নাচে।
হরি বোল বোলে আমার গৌর নাচে।

নাচেরে গৌরাঙ্গ  আমার ভক্ত গোষ্ঠী লইয়া
শ্রীবাস ও অদ্বৈত নাচে তাথৈয়া তাথৈয়া 
আমার গৌর নাচে।
হরি বোল বোলে আমার গৌর নাচে।

হরি বলে আমার গৌর নাচে লিরিক্স :
Hori bole amar gour nache
Nache re
Nache re gourango amar hemogiri majhe
Ranga paaye sonar nupur runu jhunu baaje
Hari bole amar gaur nache
Naam sonkirtone shribash ongone
Bhoktogon songge gour nache
Bamete odoitto aar dokhine nitai
Taari majhe nache amar choitonno goshai
Theko re baap norohori theko gourer pashe
Oi radha preme gora tonu dhulay pore pache