Premero Aynate Mukh Dekhe Lyrics from Lal Pan Bibi



Premero Aynate Mukh Dekhe Lyrics from Lal Pan Bibi :

Premero Aynate Mukh Dekhe Song Is Sung by Kumar Sanu And Kavita Krishnamurthy from Lal Pan Bibi Bengali Movie. Starring: Chiranjeet, Satabdi Roy, Rituparna Sengupta, Ranjit Mallick And Others. Music Composed by Bappi Lahiri.

Song : Premero Aynate Mukh Dekhe
Movie : Lal Pan Bibi (1994)
Singer : kumar Sanu, Kavita Krishnamurthy 
Director : Prashant Nanda 
Label : Angel Bengali Songs

Premero Aynate Mukh Dekhe Song Lyrics In Bengali :

প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
কত দিন চলে যায়
কত রাত ভোর হয়
তুমি তো আমারও মিতুয়া।
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে।।
 
তুমি ছাড়া কেউ আর
এ মনেতে নেই যে,
কাছে যদি থাকি আর
দূরে চলে যাই যে।

কেউ কাছে আসে
আর কেউ চলে যায়,
তুমি ফেলে চলে
যেওনা আমায়।

মন নিয়ে খেলা করে
স্বর্গকে ভেঙে দিয়ে
চলে যেওনা ও মিতুয়া।
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
ও প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে।।

শরমের আড়ালে
কেন যে দাঁড়ালে,
অসীমের অজানায়
মনকে যে ওড়ালে।

নয়নেতে বরষা
মরমে যে তরসা,
মন আমার পড়ে যায়
ভালবেসে বেদনায়।

সুখের রং দিয়ে
বুকে নাম লিখে দিয়ে,
চলে যেওনা ও মিতুয়া।
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।

প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
কত দিন চলে যায়
কত রাত ভোর হয়,
তুমি তো আমার ওগো মিতুয়া,
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।।

প্রেমেরও আয়নাতে মুখ দেখে লিরিক্স :
Premero aaynate mukh dekhe
More jai mone ami mon rekhe
Koto din chole jaay
Koto raat bhor hoy
Tumi toh amaro mituya
Tumi bina haay
Din amar theme jaay
Tumi chara keu aar e monete nei je
Kache jodi thaki aar
Dure chole jai je
Keu kache ashe aar keu chole jay
Tumi fele chole jeyona amay