Kobitar Chuti Lyrics by Echinus Band



Kobitar Chuti Lyrics by Echinus Band :

Kobitar Chuti Lyrics Written by Abhishek Kar And Sung by Jilan Al Saad from Echinus Band. Song Tune by Soikat Sarker. Mixing and Mastering by Joy Saha.

Song : Kobitar Chuti 
Band Name : Echinus 
Lyrics : Abhishek Kar 
Recording Engineer : Wasi Mazumder
Vocalist : Jilan Al Saad
Guitar : Pritam Paul
Guitar : Soikat Sarker 
Bass : Jibon Dewan
Drums : Sourav Roy
DOP : Hasibul Hasan
Artwork : Zarif Iqbal

Kobitar Chuti Song Lyrics In Bengali :

কবিতা তুমি বড্ড বেহায়া 
ফিরে আসো বারবার,
তোমায় নিয়ে ভাবতে মানা 
নেই কোনো দরকার .. হুঁ হুঁ হুঁ 
কবিতা তুমি বেহায়া প্রচুর 
পারলে তোমায় রুখি,
তোমার ছোঁয়া স্নিগ্ধ ছায়ায় 
ব্যর্থতা দেয় উঁকি.. হুঁ হুঁ হুঁ 

সমাজ শোনে সফলগাঁথা 
সফল মুখের সফল কথা,
ব্যর্থ মুখের সস্তা বাণী 
কটুভাষীদের হানাহানি ও..
কবির খেয়াল ব্যর্থ দেয়াল 
দিনশেষে ধিক্কার,
তোমায় নিয়ে ভাবতে মানা 
ভাবার কি দরকার।

কবিতা তুমি বড্ড বেহায়া 
ফিরে আসো বারবার ..

তোমার ছন্দ বাঁধনহারা 
নিরুপায় মন ছন্নছাড়া,
ব্যর্থ তুমি সনদের ভীড়ে 
চেনা জীবনের অচেনা সুরে ..
তোমায় দিয়ে পকেট ভরেনা 
মন ভেঙে চুরমার,
ব্যর্থ কবি দিনশেষে শোনে 
অতীতের হাহাকার।

তোমায় নিয়ে চলছে না আর 
চলবে না কারবার,
তোমায় নিয়ে ভাবতে মানা 
আজ ছুটি তোমার।

কবিতা তুমি বড্ড বেহায়া 
ফিরে আসো বারেবার ..

কবিতার ছুটি লিরিক্স :
Kobita tumi boddo behaya
Phire asho barbar
Tomay niye vabte mana
Nei kono dorkar
Kobita tumi behaya prochur
Parle tomay rukhi
TOmar chowa snigdho chayay
Berthota dey unki