Din Nei Raat Nei Lyrics by Hemanta Mukherjee from Sansar Bengali Movie



Din Nei Raat Nei Lyrics by Hemanta Mukherjee :

Din Nei Raat Nei Song Is Sung by Hemanta Mukherjee from Sansar Bengali Movie. Starring: Soumitra Chatterjee, Basanta Choudhury, Nirmal Kumar, Shekhar Chatterjee, Ajoy Ganguli And Others. Music Composed by Hemanta Mukhopadhyay And Song Lyrics In Bengali Written by Gauri Prasanna Mazumder.

Song : Din Nei Raat Nei
Movie : Sansar (1971)
Vocal & Music : Hemanta Mukherjee
Lyricist : Gauri Prasanna Mazumder
Director : Salil Sen 
Label : Angel Digital

Din Nei Raat Nei Song Lyrics In Bengali :

দিন নেই রাত নেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই,
দিন নেই রাত নেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই,
রাত যায় দিন আসে 
সূর্য আবার হাসে,
বাঁধাধরা একই সেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই,
দিন নেই রাত নেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই। 

আ.. আ..

রুক্ষ শীতের দিনে 
যে গাছের ডাল গুলো মরে যায়,
বসন্ত এলে তারা 
ফুলে আর গুঞ্জনে ভরে যায়।  
সবুজ প্রাণের সাড়া জাগবেই 
তার ছেঁড়া একতারা 
তাঁরই তারে নতুন গানের সুর লাগবেই। 
বিধাতার নিয়মেই বাঁধাধরা একই সেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই। 

দিন নেই রাত নেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই,
রাত যায় দিন আসে 
সূর্য আবার হাসে,
বাঁধাধরা একই সেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই। 

আ.. আ..

আজকের এই পথ 
কাল যেন কোন বাঁকে ঘুরে যায়,
নতুন আকাশ দেখে ডানা মেলে 
পাখিরা যে উড়ে যায়। 
মেঘের আড়ালে তারা হাসবেই 
হাল ভাঙা খেয়ে তরী কূলে যে আবার 
সময় হলে ফিরে আসবেই। 
চিরদিনই তবু এই 
বাঁধাধরা একই সেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই। 

দিন নেই রাত নেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই,
রাত যায় দিন আসে 
সূর্য আবার হাসে,
বাঁধাধরা একই সেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই,
দিন নেই রাত নেই 
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই। 

দিন নেই রাত নেই লিরিক্স - হেমন্ত মুখোপাধ্যায় :
Din nei raat nei
Prithibita ghurche toh ghurchei
Raat jaay din ashe
Surjo abar hase
Badhadhora eki sei
Prithibita ghurche toh ghurchei
Rukkho shiter dine
Je gacher dal gulo more jaay
Basanta ele tara
Fule aar gunjone bhore jay