O Gopal Mukh Muche Fel Lyrics Janmashtami Song :
O Gopal Mukh Muche Fel Janmashtami Special Bengali Song Is Sung by Anuradha Paudwal from Mahabir Krishna Bengali Movie. Starring: Joy Banerjee, Indrani Halder, AShok Kumar, Swapan Basu, Anamika Saha, Kaushik Banerjee And Others. Music Composed by Dilip Roy And Song Lyrics In Bengali Written by Prabir Dutta.
Song : O Gopal Mukh Muche Phel
Movie : Mahabir Krishna
Singer : Anuradha Paudwal
Music : Dilip Roy
Lyrics : Prabir Dutta
Directed By : Rajat Das and Prabir Dutta
Label : Channel B Music
O Gopal Mukh Muche Fel Song Lyrics In Bengali :
ও গোপাল মুখ মুছে ফেল
মুখে যে লেগে আছে ননী।
ও গোপাল মুখ মুছে ফেল
মুখে যে লেগে আছে ননী,
এখনও মুছে নে, যা দূরে সরে যেয়ে
এখনও মুছে নে, যা দূরে সরে যেয়ে
নইলে দেবে সাজা এসে জননী।
ও গোপাল মুখ মুছে ফেল
মুখে যে লেগে আছে ননী।।
সঙ্গী সাথী নিয়ে তুই ঘরে দিলি হানা
ননী চুরী করে খেলি আরো তুই খানা,
সঙ্গী সাথী নিয়ে তুই ঘরে দিলি হানা
ননী চুরী করে খেলি আরো তুই খানা।
তবে সাক্ষী রাখিস কেন ওরে গোপাল
সাক্ষী রাখিস কেন ওরে গোপাল ?
ওরে সখা শ্রী শিরোমণি,
ও গোপাল মুখ মুছে ফেল
মুখে যে লেগে আছে ননী।।
ননী চোরা ননী যদি করে চুরি
বুঝিনা কেন তা হয় দোষেরই,
ননী চোরা ননী যদি করে চুরি
বুঝিনা কেন তা হয় দোষেরই।
মা যশোদা এলো বুঝি ওরে তুই পালা
গা ঢাকা দিস সবাই মিলে ওরে ব্রজলালা,
মা যশোদা এলো বুঝি ওরে তুই পালা
গা ঢাকা দিস সবাই মিলে ওরে ব্রজলালা,
তবে বসে আছিস কেন ওরে গোপাল
বসে আছিস কেন ওরে গোপাল ?
ভয়ে আমি যে প্রমাদ গোনি।
ও গোপাল মুখ মুছে ফেল
মুখে যে লেগে আছে ননী,
এখনও মুছে নে, যা দূরে সরে যেয়ে
এখনও মুছে নে, যা দূরে সরে যেয়ে
নইলে দেবে সাজা এসে জননী।
ও গোপাল মুখ মুছে ফেল
মুখে যে লেগে আছে ননী,
মুখে যে লেগে আছে ননী।।
ও গোপাল মুখ মুছে ফেল লিরিক্স - জন্মাষ্টমীর গান :
O gopal mukh muche phel
Mukhe je lege ache noni
Ekhono muche ney ja dure sore jeye
Noile debe saja eshe jononi
O gopal mukh muche fel
Mukhe je lege ache nani
Songgi sathi niye tui ghore dili hana
Noni churi kore kheli aaro tui kha na
Tobe sakkhi rakhis keno orey gopal
Orey sokha shree shiromoni
Noni chora noni jodi kore churi
Bujhina keno taa hoy dosheri
Maa joshoda elo bujhi orey tui pala
Gaa dhaka dis sobai mile ore brajalala
Tobe bose achis keno orey gopal
Bhoye ami je promad goni
0 Comments
Post a Comment