Bedona Modhur Hoye Jay Lyrics by Jagjit Singh And Imran



Bedona Modhur Hoye Jay Lyrics by Jagjit Singh :

Bedona Modhur Hoye Jay Originaly Sung by Jagjit Singh And Cover Version Song is Sung by Imran Mahmudul. Song Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay.

Song : Bedona Modhur Hoye Jay
Original Singer : Jagjit singh
Lyricist : Pulak Bandyopadhyay
Cover by : Imran mahmudul
Mix, Master & Programming : Imran mahmudul
Video Director : Saikot Reza

Bedona Modhur Hoye Jay Song Lyrics In Bengali :

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।

কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।

যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার,
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার।

যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।

বেদনা মধুর হয়ে যায় লিরিক্স :