Bhije Gechi Jete Jete Lyrics from Rin shodh Movie Sung by Amit Kumar And Sadhana Sargam



Bhije Gechi Jete Jete Lyrics from Rin Shodh :

Bhije Gechi Jete Jete Song Is Sung by Amit Kumar And Sadhana Sargam from Rin Shodh Bengali Movie. Starring: Govinda, Juhi Chawala, Kader Khan, Shakti Kapoor, Gulshan Grover, Robi Ghosh And Others. Music Composed by Rajesh Roshan. Vije Gechi Jete Jete Lyrics Written by Mukul Dutta And This Song Hindi Version Name Is Bheegi Hoon Main Bauchhar Se from Karz Chukana Hai Movie.

Song : Bhije Gechhi Jete Jete 
Movie : Rin Shodh (1991)
Singer : Amit Kumar & Sadhana Sargam
Music Director : Rajesh Roshan
Lyricist : Mukul Dutta
Director : Bimal Kumar
Label : Angel Bengali Songs

Bhije Gechi Jete Jete Song Lyrics In Bengali :

ভিজে গেছি যেতে যেতে
ভালোবাসার বরষাতে,
আমি আমি তোমার বন্ধুয়া 
আমি আমি তোমার বন্ধুয়া ..

তুমি যেন ভিজে আগুন
সারা গায়ে জাগে ফাগুন,
মন আনচান করে বন্ধুয়া 
মন আনচান করে বন্ধুয়া ..

মন চায় তোকে ওরে কাজলা আকাশে
মন ঘুরে নিতে পারে, মন ভালবেসে,
মন চায় তোকে ওরে কাজলা আকাশে
মন ঘুরে নিতে পারে, মন ভালবেসে। 
খুলি খুলি করছে মনের জানলা
এপার মেঘলা, ওপার মেঘলা,
মন চায় তোকে ওরে কাজলা আকাশে
মন ঘুরে নিতে পারে, মন ভালবেসে।
লাগছে যেন চুপিসারে শাওন এলোরে ..
করছে কেমন, কেমন এ মন
বুকে আমার, আপনজন
আমি আমি তোমার বন্ধুয়া 
আমি আমি তোমার বন্ধুয়া ..

পিছল পিছল তোমার এই অঙ্গ দিঘীতে
আসমানী রঙ চোখে মন করে নামিতে,
পিছল পিছল তোমার এই অঙ্গ দিঘীতে
আসমানী রঙ চোখে মন করে নামিতে,
গন্ডগোল হল সারা জীবন
ভালবেসে বলো হল মরন।
পিছল পিছল তোমার এই অঙ্গ দিঘীতে
আসমানী রঙ চোখে মন করে নামিতে,
লাগছে যেন চুপিসারে যৌবন এলোরে ..
তোমার মনের আগুন দিয়ে
আমার বুকে নাম লিখে দাও,
মন আনচান করে বন্ধুয়া 
মন আনচান করে বন্ধুয়া ..

ভিজে গেছি যেতে যেতে
ভালোবাসার বরষাতে,
আমি আমি তোমার বন্ধুয়া 
আমি আমি তোমার বন্ধুয়া ..

তুমি যেন ভিজে আগুন
সারা গায়ে জাগে ফাগুন,
মন আনচান করে বন্ধুয়া 
মন আনচান করে বন্ধুয়া,
আমি আমি তোমার বন্ধুয়া 
আমি আমি তোমার বন্ধুয়া।।

ভিজে গেছি যেতে যেতে লিরিক্স :
Vije gechi jete jete
Valobashar boroshate
Ami ami tomar bondhuya
Tumi jeno bhije aagun
Sara gaaye jaage fagun
Mon aanchan kore bondhuya
Mon chaay tokey ore kajla akashe
Mon ghure nite pare mon valobeshe
Khuli khuli korche moner janla
Epar meghla opar meghla
Lagche jeno chupisare shawon elo re
KOrche kemon kemon e mon
Buke amar aponjon