Khub Kachakachi Lyrics by Mahtim Shakib :
Khub Kachakachi Song Is Sung by Mahtim Shakib from Mon Dite Chai Bangla Natok. Starring: Musfiq R Farhan, Parsa Evana And Sharna Lata. Music Composed by Rezwan Sheikh And Song Lyrics In Bengali Written by Faisal Rabbikin.
Song : Khub Kachakachi
Drama: Mon Dite Chai
Singer : Mahtim Shakib
Lyric : Faisal Rabbikin
Tune & Music : Rezwan Sheikh
Director : Md. Mehedi Hasan Jony
Producer : Tanvir Mahmood
Label : Sultan Entertainment
Khub Kachakachi Song Lyrics In Bengali :
যদি কষ্ট এসে ঘিরে ধরে তোমায়
কখনো যদি শূন্যতা মেঘ ছড়ায়,
যদি কাছের মানুষ দূরে চলে যায়
লাগে যদি কখনো নিরুপায়।
শুধু জেনো ছায়া হয়ে আমি
আছি খুব কাছাকাছি,
মনে রেখো আগলে তোমায়
আছি খুব কাছাকাছি।।
এই পৃথিবী বদলে গেলেও
একই রবে ভালোবাসা,
সব হাত ছেড়ে গেলেও
থাকবো হয়ে ভরসা।
শুধু যেনো ছায়া হয়ে আমি
আছি খুব কাছাকাছি,
মনে রেখো আগলে তোমায়
আছি খুব কাছাকাছি।।
যতটুকু মুখে বলি
তার থেকে চাই বেশি,
যতটাই দূরে চলে যাই
ফিরে তবু ঠিকই আসি।
শুধু যেনো ছায়া হয়ে আমি
আছি খুব কাছাকাছি,
মনে রেখো আগলে তোমায়
আছি খুব কাছাকাছি।।
খুব কাছাকাছি লিরিক্স - মাহতিম শাকিব :
Jodi kosto eshe ghire dhore tomay
Kokhono jodi shunnota megh choray
Jodi kacher manus dure cole jaay
Laage jodi kokhono nirupaay
Shudhu jeno chaya hoye ami
Achi khub kachakachi
Mone rekho aagle tomay
Achi khub kachakachi
0 Comments
Post a Comment