Bhul Seshe Valobeshe Lyrics by Mahtim Shakib



Bhul Seshe Valobeshe Lyrics by Mahtim Shakib :

Bhul Seshe Valobeshe Song Is Sung by Mahtim Shakib from Nabik Bangla Natok Song. Starring: Tawsif Mahbub And Safa Kabir. Music Composed by Avraal Sahir And Song Lyrics In Bengali Written by M A Alam Shuvo.

Song : Bhul Seshe Valobeshe
Drama : Nabik 
Singer : Mahtim Shakib
Lyric : M A Alam Shuvo
Tune & Music: Avraal Sahir
Direction : Mohon Ahmed
Label : Sultan Entertainment

Bhul Seshe Valobeshe Song Lyrics In Bengali :

পেয়েছি তোমায় আপন করে
আর কিছু চাওয়ার নেই,
হেঁটেছি তোমার হাতটা ধরে
ছাড়বো না তোমায় কিছুতেই

মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে 
ফিরে দেখো তুমি,
ভালোবেসে মানিয়ে নেবো 
তোমার পাগলামী। 

ভুল শেষে ভালোবেসে
আবার জড়িয়ে নেবো,
হাত ধরে থেকো পাশে
আমি তোমার হবো।। 

তোমার মুখে হাসি দেখে
আমার মন ভরে যায়,
এমন করে থেকো তুমি
বুঝে নিও ইশারায়। 

যদি বলো ছেড়ে যেতে
ছাড়বো পৃথিবী,
তোমার জন্য আমার সবই। 
যদি বলো ছেড়ে যেতে
ছাড়বো পৃথিবী,
তোমার জন্য আমার সবই। 

মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে 
ফিরে দেখো তুমি,
ভালোবেসে মানিয়ে নেবো 
তোমার পাগলামী। 

ভুল শেষে ভালোবেসে
আবার জড়িয়ে নেব,
হাত ধরে থেকো পাশে
আমি তোমার হবো ...

ভুল শেষে ভালোবেসে লিরিক্স - মাহতিম শাকিব :
Peyechi tomay apon kore
Aar kichu chaowar nei
Hetechi tomar haat dhore
Charbo na tomay kichutei
Mon bariye achi dariye
Phire dekho tumi
Valobeshe maniye nebo
Tomar paglami
Bhul seshe bhalobeshe
Abar joriye nebo
Haat dhore theko pashe
Ami tomar hobo
Tomar mukhe hasi dekhe
Amar mon bhore jaay
Emon kore theko tumi
Bujhe niyo isharay
Jodi bolo chere jete 
charbo prithibi
Tomar jonno amar sobi
Vul seshe Valobeshe
Abar joriye nebo