Dipto Bedonapat Lyrics by Tabib Mahmud :
Dipto Bedonapat Song Is Sung by Tabib Mahmud Bangla Rap Song. Song Lyrics In Bengali Written by Tabib Mahmud.
Song : Dipto Bedonapat
Vocal, Music, Lyrics &Tune : Tabib Mahmud
Cinematography : Rifat Jahan Shaon
Directed by : Tabib Mahmud
Dipto Bedonapat Song Lyrics In Bengali :
তোমাকে দেখেছি স্বপ্নের জাল বুনে
এক কাপ চা হাতে উড়ছে ধোঁয়া,
বর্ষার ঝুম ঝুম বৃষ্টির শেষে ছিলো
হৃদয় কাপানো এক হিমেল হাওয়া।
রঙধনু কালো চুল, কান খোলা
ভেবছো কি আমি কবি মনভুলা?
তোমার দু'চোখে ছিলো বৈশাখি ঝর
দেখা হলো ঠিক তবে বহুদিন পর।
চোখে চোখ পড়ে গেলে লজ্জায় ফিরে যাই
জয়ী হতে এসে কেনো বারবার হেরে যাই,
খাদহিন অভিমান বিলি করে দিতে চাই
খানিকটা কাছে এসে অনেকটা দূরে যাই।
এক কাপ চা শেষে দুই কাপ শুরু হয়
স্বপ্নের মায়াজাল এইভাবে বুনা হয়,
কিছুটা সময় তাই লজ্জাকে ভুলে যাই
আমি ওই দেহে নয় ভাবনায় ছুঁয়ে যাই।
একলা থাকার অভ্যাস
তাই আসিনা কাছে,
আমি আজ সবকিছু খুঁজে নিতে চাই
নিজের মাঝে।।
আমার দীপ্ত বেদনাপাত
আমার কান্নায় ভেজা রাত,
আমার আবেগী স্বচ্ছ মন
আমার হৃদয়ে বজ্রপাত।
আমার ভিজে উঠা চোখজল
আমার হারানো সে মনোবল,
আমার নিষ্পাপ মনে কলঙ্কদাগ
অশরীরী কোলাহল।
আমার ছোটো ছোটো শত ভুল
আমার শেকড় ছিন্নমূল,
আমার খামখেয়ালীর অবুঝ সময়
ষোলো বছরের ফুল,
আমার তপ্ত রোদের ঘাম
আমার ডাকটিকিটের দাম
আমার ক্ষণিক সময় থমকে যাওয়া
নিষ্ঠুর বিশ্রাম।
আমার কান্নার অতীত স্মৃতি
আমার নিষ্প্রেশনের ভীতি,
আমার হঠাৎ করেই নিভে যাওয়া সেই
নিয়ন আলোর বাতী।
আমার উচ্ছলাছল মন
আমার নিষ্পাপ সেই ক্ষণ,
আমি ভুলে যেতে চাই আমার অতীত
মনের নির্যাতন।
তুমিতো সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবী জুড়ে দীপ্তিমান
কেনো পরাজয় পারোনা মানতে
পরাজয় মানে শক্তিমান,
যদি হয় ভয় সাহস যোগাও
তুমিই তোমার আপন জন,
যেজন চিনেনা নিজেকে সেজন
ধুকে ধুকে মরে সর্বক্ষণ।
একলা থাকার অভ্যাস
তাই আসিনা কাছে,
আমি আজ সবকিছু খুঁজে নিতে চাই
নিজের মাঝে।।
দীপ্ত বেদনাপাত লিরিক্স - তাবিব মাহমুদ :
Tomake dekhechi shopner jaal bune
Ek cup chaa haate urche dhowa
Borshar jhum jhum bristir sheshe chilo
Hridoy kapano ek himel hawa
Rongdhanu kalo chul kaan khola
Vebecho ki ami kobi monbhula
Tomar duchokhe chilo boishakhi jhor
Dekha holo thik tobe bohudin por
Ekla thakar obhesh tai ashina kache
Ami aaj sobkichu khuje nite chai
Nijer majhe
Amar dipto bedonapat
Amar kannay veja raat
Amar abegi swaccha mon
Amar hridoye bojropaat
0 Comments
Post a Comment