Tup Tap Tapur Tupur Bristi Nache Lyrics by Indranil Sen



Tup Tap Tapur Tupur Bristi Nache Lyrics by Indranil Sen :

Tup Tap Tapur Tupur Bristi Nache Song Is Sung by Indranil Sen from Bhalobasar Chhuti Bengali Album.

Song : Tup Tap Tapur Tupur Bristi Nache
Singer : Indranil Sen
Album Name : Bhalobasar Chhuti

Tup Tap Tapur Tupur Bristi Nache Song Lyrics In Bengali :

টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
তাতা থৈ, থৈ থৈ থৈ 
চারিদিক জল থৈ থৈ, 
তাতা থৈ, থৈ থৈ থৈ 
চারিদিক জল থৈ থৈ, 
রিমি-ঝিমি রিম-ঝিমা-ঝিম ব্যস্ত কাজে ..
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে। 

ওপারে চিক-চিক-চিক রোদের ঝিলিক 
এপারে বৃষ্টি রোদের রিনিক-ঝিনিক,
ওপারে চিক-চিক-চিক রোদের ঝিলিক 
এপারে বৃষ্টি রোদের রিনিক-ঝিনিক,
একি রং রামধনুতে, বৃষ্টির বন্ধু হতে  
একি রং রামধনুতে, বৃষ্টির বন্ধু হতে
রোদ্দুর নাচ যেন আজ ময়ূর সাজে ..
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে। 

বাহারে দিক-বেদিকে আলোর ঝালোর
বৃষ্টির এই তন্নী দেহে মেঘের চাদর,
বাহারে দিক-বেদিকে আলোর ঝালোর 
বৃষ্টির এই তন্নী দেহে মেঘের চাদর, 
কি খুশির হাওয়ায় ভেসে চলে যাই নিরুদেশে
কি খুশির হাওয়ায় ভেসে চলে যাই নিরুদেশে
অভিমানে অনুরাগে বুকের মাঝে ..

টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
তাতা থৈ, থৈ থৈ থৈ 
চারিদিক জল থৈ থৈ, 
তাতা থৈ, থৈ থৈ থৈ 
চারিদিক জল থৈ থৈ, 
রিমি-ঝিমি রিম-ঝিমা-ঝিম ব্যস্ত কাজে ..
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে 
যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে। 

টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে লিরিক্স - ইন্দ্রনীল সেন :
Tuptap Tapur Tupur Bristi Nache
Jeno tar jhumur jhumur nupur baje
Tata thoi thoi thoi thoi
Charidik jol thoi thoi
Rimijhimi rim jhima jhim besto kaje
Opra chik chik chik roder jhilik
Epare bristi roder rinik jhinik
Eki rong ramdhonute bristir bodhu hote
Roddur nach jeno aaj mayur saje