Tomay Poreche Mone Lyrics by Kishore Kumar



Tomay Poreche Mone Lyrics by Kishore Kumar :

Tomay Poreche Mone Song Is Sung by Kishore Kumar. Music Composed by Basu Manohari And Rainy Day Special Bengali Romantic Song Lyrics Written by Mukul Dutt.

Song : Tomay Poreche Mone
Singer : Kishore Kumar
Music : Basu Manohari (Manohari Singh)
Lyricist : Mukul Dutta
Label : Ultra

Tomay Poreche Mone Song Lyrics In Bengali :

তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায়, হায়.. 
তোমায় পড়েছে মনে।। 

ভিজে যাওয়া বরষার হাওয়া
কেন নিয়ে এলো বেদনার খেয়া,
মেঘলা মনের কিনারায়, হায়.. 
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।
তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায়
হায়.. তোমায় পড়েছে মনে।।
 
তনু সরসীতে কত ফুটেছে কমল
মন মধুকর তাই হয়েছে পাগল,
তনু সরসীতে কত ফুটেছে কমল
মন মধুকর তাই হয়েছে পাগল,
মিলন পিয়াসী মন জাগে
রাতের পেয়ালা ভরে অনুরাগে,
কুহেলী ঘেরা এ বরষায়, হায়.. 
নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়।

তোমায় পড়েছে মনে
আবার শ্রাবণ দিনে,
একলা বসে নিরালায়, হায়.. 
তোমায় পড়েছে মনে
তোমায় পড়েছে মনে,
তোমায় পড়েছে মনে।।

তোমায় পড়েছে মনে লিরিক্স - কিশোর কুমার :
Tomay poreche mone
Abar shrabono dine
Ekla boshe niralay hay
Tomay poreche mone
Bhije jaoa boroshar hawa
Keno niye elo bedonar kheya
meghla moner kinaray Haay 
Nirashay dube jaowa ei niralay
Tanu soroshite koto futeche komol
Mono-modhukor tai hoyeche pagol
Milono piyashi mon jaage
Raater peyala bhore anurage
Kuheli ghera e boroshay