Chere Jas Na Lyrics by Rishi Panda



Chere Jas Na Lyrics by Rishi Panda :

Chere Jas Na Song Is Sung by Rishi Panda Bengali Song. Starring: Monalisa, Sudipta, Shreyasi And Subhadeep. Song Lyrics In Bengali Written by Shreyam Acharya.

Song : Chere Jas Na
Vocal, Music & Mixing : Rishi Panda
Lyrics : Shreyam Acharya
Videography : Subhadip Mondal
Concept : Sutadip Pati

Chere Jas Na Song Lyrics In Bengali :

ভালোবেসে, ছোট্ট তারা 
ভীতু ভীষণ, দিশেহারা 
মেঘলা ঠোঁটে, আস্কারা দেয় মন 
অল্প আঁঠায়, ডাকনামে 
প্রেম পাঠালাম, হলদে খামে 
দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন 

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার,
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়।। ​

সন্ধ্যের শহর প্রেমে ডুবে যায় 
চাঁদে মেঘ জমে এসে গালে চুমু খায়,
রূপকথারা মিথ্যে হলে 
ভোরের স্বপ্ন গুলো গল্প বলে যায়। 

জমা থাক যত হাসি তোমার বুকের মলাটে 
ছুঁয়ে বল ভালোবাসি ঠোঁটে লালের জমাটে। 

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার,
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়।।
চাঁদের সাথে, ছোট্ট তারা 
ঘুমিয়ে যখন, ব্যস্ত পাড়া
বালিশের নিচে আদোরে ফোটাই ফুল 
মেঘের পালক, তুলির টানে 
প্রেম পাঠালাম, কথায় গানে 
দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন 

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার,
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়।।

ছেড়ে যাস না লিরিক্স - ঋষি পণ্ডা :
Bhalobeshe chotto tara
Bhitu bhishon dishehara
Meghla thote askara dey mon
Olpo athay daaknaame
Prem pathalam holde khame
Dupurer class e lukochuri kore mon
Chere jash na amay
Dure jashna amar
Chere jas na amay
Bhule jasna amay