Boyesh Amar Mukher Rekhay Lyrics by Kabir Suman :
Boyesh Amar Mukher Rekhay Song is Sung by Kabir Suman from Sumaner Gaan Ichchey Holo Bengali Album. Boyos Amar Mukher Rekhay Lyrics In Bengali Written by Kabir Suman.
Song : Boyesh Amar Mukher Rekhay
Album Name : Sumaner Gaan Ichchey Holo
Vocal, Music & Lyrics : Kabir Suman
Label : Saregama Bengali
Boyesh Amar Mukher Rekhay Song Lyrics In Bengali :
বয়েস আমার মুখের রেখায়
শেখায় আজব ত্রিকোণমিতি,
কমতে থাকা চুলের ফাঁকে
মাঝ বয়সের সংস্কৃতি।
হাঁটুতে আজ,
হাঁটুতে আজ টান লেগেছে
টান লেগেছে গাঁটে গাঁটে,
মধ্যবিত্ত শরীরে আজ
সময় শুধু ফন্দি আঁটে।
খালি চোখে পড়তে গিয়ে
হোঁচট খেয়ে চশমা নেওয়া,
বয়েস হওয়ার মানেই বোধহয়
স্বচ্ছতা কে বিদায় দেওয়া।
বিদায় নিলো অনেক কিছু
কোনটা পরে কোনটা আগে,
বয়েস হচ্ছে বলেই বোধহয়
মাঝে মাঝে একলা লাগে।
একলা লাগার সময় মানে
নিজের সঙ্গে কথা বলা,
তারই ফাঁকে কোথায় যেন
অখিলবন্ধু ঘোষে এর গলা।
গলার কাছে পাল তুলেছে
আজগুবি এক স্মৃতির খেয়া,
গলার কাছে পাল তুলেছে
আজগুবি এক স্মৃতির খেয়া,
বয়স হওয়ার মানেই বোধহয়
স্মৃতির সঙ্গে আড্ডা দেওয়া।
কে বলে হে আড্ডা নাকি
কম বয়সের কথকতা,
বয়স হলেই বরং জমে
আড্ডা এবং নীরবতা।
নীরবতার অপর পাড়ে
সন্ধ্যে নামার একটু আগে,
বয়স হচ্ছে বলেই বোধহয়
হাঁটতে হাঁটতে একলা লাগে।
সন্ধ্যে নামার সময় হলে
পশ্চিমে নয়, পূবের দিকে
মুখ ফিরিয়ে ভাববো আমি
কোন দেশে রাত হচ্ছে ফিকে।
বয়স আমার মুখের রেখায় লিরিক্স - কবির সুমন :
Boyosh amar mukher rekhay
Shekhay ajob trikonmiti
Komte thaka chuler fake
Majh boyoser sanskriti
Hatu te aaj taan legeche
Taan legeche gaante gaante
Moddhobitto shorire aaj
Somoy shudhu fondi antey
Khali chokhe porte giye
Honchot kheye chosma newa
Boyesh howar manei bodh hoy
Sochhota ke biday deowa
Biday nilo onek kichu
Konta pore konta agey
Boyos hochhe bolei bodh hoy
Majhe majhe ekla laage
0 Comments
Post a Comment