Monta Vison Kade Lyrics by Samz Vai Song



Monta Vison Kade Lyrics by Samz Vai :

Monta Vison Kade Song Is Sung by Samz Vai. Starring: Sabbir Ornob And Ariana Zaman. Music Composed by Rezwan Sheikh And Song Lyrics In Bengali Written by Proshenjit Mondal.

Song : Monta Vison Kade
Singer : Samz Vai
Lyrics & Tune : Proshenjit Mondal
Music : Rezwan Sheikh
Director : Mohon Islam
D.O.P : Kamruzzaman Tumon
Edit  : Aminul Sikder
Color : Td Dipok
Label : Dp Music Station

Monta Vison Kade Song Lyrics In Bengali :

এখন আর জোসনা পোহাই না 
এখন আর হয়না যাওয়া ছাদে,
তোর মতো কেউ বায়না ধরে না 
একলা ঘরে মনটা ভীষণ কাঁদে। 

এক শহরেই ভীন্ন ভুবন তোর 
কেমন আছিস এই আমাকে বাদে?
আমার মতো তার বুকেও কি 
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে?

ছিলাম আমি কাছের মানুষ যত 
হয়ে গেলাম অচেনার মতো, 
ছিলাম আমি কাছের মানুষ যত 
হয়ে গেলাম অচেনার মতো, 
এখন আর আমায় চিনিস না 
ভুল করে ও পথেও ফিরিস না। 

স্মৃতি নিয়ে যায় কি বাঁচা বল?
মনটা কাঁদে চাপা আর্তনাদে,
আমার মতো তার বুকেও কি 
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে?

এমন হবে জানতাম কি আর আমি 
আমার চেয়ে অন্য মানুষ দামি,
এমন হবে জানতাম কি আর আমি 
আমার চেয়ে অন্য মানুষ দামি,
এখন আমি অনেক দূরের কেউ 
অন্য বুকে জাগাস সুখের ঢেউ। 

এই নিয়েও কি যায় কি মানা বল?
গ্রহণ শুধু আমার সুখের চাঁদে, 
আমার মতো তার বুকেও কি 
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে?

এখন আর জোসনা পোহাই না 
এখন আর হয়না যাওয়া ছাদে,
তোর মতো কেউ বায়না ধরে না 
একলা ঘরে মনটা ভীষণ কাঁদে। 

এক শহরেই ভীন্ন ভুবন তোর 
কেমন আছিস এই আমাকে বাদে?
আমার মতো তার বুকেও কি 
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে?

মনটা ভীষণ কাঁদে লিরিক্স - সেমজ ভাই :
EKhon aar joshna pohai na
Ekhon aar hoyna jaowa chaade
Tor moto keu bayna dhore na
Ekla ghore monta vishon kande
Ek sohorei bhinno bhubon tor
Kemon achis ei amake baade
Amar moto tar bukeo ki
Ghumiye jash atkhana allade
Ekla ghore monta bhishon kande