Keno Jani Na Je Sudhu Lyrics by Mrinal Chakraborty :
Keno Jani Na Je Sudhu Song Is Sung by Mrinal Chakraborty. Cover Version Song Is Sung by Aditi Chakraborty. Keno Jani Na Je Sudhu Tomar Kotha Mone Pore Lyrics In Bengali Written by Miltu Ghosh.
Song : Keno Jani Na Je Shudhu
Vocal & Music : Mrinal Chakraborty
Lyricist : Miltu Ghosh
Keno Jani Na Je Sudhu Song Lyrics In Bengali :
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।।
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানি না যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।।
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে লিরিক্স :
Keno janina je shudhu
Tomar kothai mone pore
Tumi janona toh amar
Chile koto je aponar
Se amriti duchokh beye
Oshru hoye ojhor jhore
Keno jani na je shudhu
Tomar kothai mone pore
Je kotha bolbo tomay chilo asha
Se kotha bolte keno paini bhasa
Se jeno boba hoye roye roye kede more
Koto je tomay besechilam bhalo
Se ki aaj vanga ghore chander aalo
E hridoy jokhon amar mukhor holo
Se keno kache ese hariye gelo
Se smriti dhuper moto obiroto akul kore
0 Comments
Post a Comment