Jodi Konodin Lyrics by Mekhla Dasgupta :
Jodi Konodin Song is Sung by Mekhla Dasgupta from Naivedya, Vol.1 Bengali Album. Music Composed by Mekhla Dasgupta And Jodi Konodin Dhora Haat Chere Dao Lyrics In Bengali Written by Sampayan Chakraborty.
Song : Mekhla Dasgupta
Vocal & Music : Mekhla Dasgupta
Lyrics : Sampayan Chakraborty
Arrangement, Programming : Subhadeep Sarkar
Violin : Rohan Roy
Guitar : Raja Chowdhury
Recording Studio : Violina
Mix & Mastering : Amit Chatterjee
Jodi Konodin Song Lyrics In Bengali :
যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও
যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,
যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়
যদি কোনদিন, চেনা চোখ ইশারায় ..
আমি তোমাকে ছুঁয়ে দেখি
তুমিও ভুলেছো আমায়,
তুমিও খোঁজোনি আমায়।
যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও
যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,
যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়
যদি কোনদিন, চেনা চোখ ইশারায় ..
আমি তোমাকে ছুঁয়ে দেখি
তুমিও ভুলেছো আমায়,
না না তুমিও খোঁজোনি আমায়।।
চেনা কুয়াশা শুধু এই মন জুড়ে
চেনা আলোতে কিছু প্রেম যায় দূরে,
ও.. চেনা কুয়াশা শুধু এই মন জুড়ে
চেনা আলোতে কিছু প্রেম যায় দূরে,
রাতের শেষে ঘুমের দেশে
রূপকথা রং চিনে নেয়।
যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও
যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,
যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়
যদি কোনদিন, চেনা চোখ ইশারায় ..
আমি তোমাকে ছুঁয়ে দেখি
তুমিও ভুলেছো আমায়,
না না তুমিও খোঁজোনি আমায়।।
কত রাস্তা আমি এসেছি শরীরে
আমি তোমার মন ছুঁয়ে চলি,
অসময় ধরা দাও যদি
চিনে নেবো ঠিক চোরাগোলি,
চেনা মুঠোরা অভিমান নেয় খুঁজে
চেনা আঙ্গুল ছুঁয়ে যায় খুব সহজে,
ও.. চেনা মুঠোরা অভিমান নেয় খুঁজে
চেনা আঙ্গুল ছুঁয়ে যায় খুব সহজে,
ঘুম ভাঙ্গা ভোরে অচেনা শহরে
অভিমান উড়ে যায় তারায়।
যদি কোনদিন, ধরা হাত ছেড়ে দাও
যদি কোনদিন, চেনা পথ ভুলে যাও,
যদি কোনদিন, চেনা রোদ নিভে যায়
যদি কোনদিন, চেনা চোখ ইশারায় ..
আমি তোমাকে ছুঁয়ে দেখি
তুমিও ভুলেছো আমায়,
তুমিও খোঁজোনি আমায়।।
যদি কোনদিন লিরিক্স - মেখলা দাশগুপ্ত :
Jodi konodin dhora haat chere dao
Jodi konodin Chena poth bhule jao
Jodi konodin chena rod nibhe jaay
Jodi kono din chena chokh isharay
Ami tomake chuye dekhi
Tumio bhulecho amay
Tumio khojoni amay
Chena kuasha shudhu ei mon jure
Chena aalote kichu prem jaay dure
Raater sheshe ghumer deshe
Rupkotha rong chine ney
0 Comments
Post a Comment