Ekla Pothe Lyrics by Rupam Islam Womens Day Bengali Song



Ekla Pothe Lyrics by Rupam Islam :

Ekla Pothe Song Is Sung by Paroma Banerjee. This International Women's Day Special Bengali Song Lyrics Written by Rupam Islam. Sound Recording And Mixing by Prasenjit 'Pom' Chakrabutty.

Song : Ekla Pothe 
Lyrics & Music : Rupam Islam
Vocals : Paroma Banerjee
Music Produced by : Rupam Islam & Allan Ao
Keyboards : Sudipto Buti Banerjee
Guitars : Allan Ao
Illustrations : Sayan Biswas
Video Editing : Suhotro Majumder
Video Ideation & Direction : Antaroop Chakraborty
Label : Rupam & Fossils

Ekla Pothe Song Lyrics In Bengali :

একলা পথে 
জানি তোমায় চলতে হয়,
নকশী কাঁথায় বুনে দিচ্ছ 
তোমার ছন্দ, তোমার লয় 
মেঘলা রাতে চুপি চুপি বৃষ্টি ক্ষয়, 
শুকনো পাতার মতো ভাঙে 
তোমার লুকনো প্রত্যয়। 

কারও আসা না আসায় কী এসে যায় 
নদীর মতোই সময় নিজেই ভেসে যায়,
তুমি একাই তোমার বিশ্ব, তোমার ঘর 
তুমি শতক সহস্রাব্দের আপন পর। 

যন্ত্রণাতেও তুমি দিব্যি যন্ত্রবৎ 
সামলে নিচ্ছ 
তোমার সাংসারিক সীমান্ত আর শপথ, 
আর্দ্র অশ্রু যখন নেপথ্যে গড়ায় 
বন্দী দোকান 
ভেঙে পণ্য মুক্তি চায় ডাক পাঠায়। 

কেউ শুনতে পাক না পাক বলো তাতে কী? 
তুমি ভাঙছ নিথর রেওয়াজ সাবেকি,
কারও জন্য এ পথ থমকে যাবে কি? 
তবু চোখের ঘরে সন্ধে নাবে কি?

কারও আসা না আসায় কী এসে যায় 
নদীর মতোই সময় নিজেই ভেসে যায়,
তুমি একাই তোমার বিশ্ব, তোমার ঘর 
তুমি শতক সহস্রাব্দের আপন পর। 

একলা পথে লিরিক্স - নারী দিবসের গান - রূপম ইসলাম :
Ekla pothe jani tomay cholte hoy
Nokshi kathay bune diccho
Tomar chonddo, tomar loy
Meghla raate chupi chupi bristi khoy
Shukno patar moto vange
Tomar lukono prattay