Aaj Atharo Bochor Pore Lyrics by Baby Naznin



Aaj Atharo Bochor Pore Lyrics by Baby Naznin :

Aaj Atharo Bochor Pore Song Is Sung by Baby Naznin from Bashoria Bengali Album.

Song : Atharo Bochor Pore 
Singer : Baby Naznin 
Album : Bashoria
Online Partner : POD
Label : Sangeeta

Aaj Atharo Bochor Pore Song Lyrics In Bengali :

আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে 
একা একা এলাম যখন,
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে 
একা একা এলাম যখন,
দেখি কৃষ্ণচূড়ার গাছে
নাম দুটো আজও আছে,
কৃষ্ণচূড়ার গাছে
নাম দুটো আজও আছে,
লিখেছিলাম তুমি আর আমি
কিশোরী কিশোরী ছিলাম আমি যখন,
ও.. কিশোরী কিশোরী ছিলাম আমি যখন
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে 
একা একা এলাম যখন।।

তুমি জলের বুকে পাথর ছুঁড়ে 
বসে বসে ঢেউ গুনতে,
আমার আসতে একটু দেরি হলে
হাজার প্রশ্ন করতে। 

আজ সময়ের ব্যবধানে
জানিনা যে কোন খানে,
সময়ের ব্যবধানে
জানিনা যে কোন খানে,
কোথায় কেমন আছো যে এখন
কোথায় কেমন আছো যে এখন
ও.. কোথায় কেমন আছো যে এখন।

আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে 
একা একা এলাম যখন।।

যখন সাঁঝের বেলা ক্লান্ত হয়ে
পাখিরা ফিরত নীড়ে,
তখনো তুমি থাকতে পাশে
আমার হাতটি ধরে। 

ছিল যত প্রেম প্রীতি
আজ কেবলই স্মৃতি,
ছিল যত প্রেম প্রীতি
আজ কেবলই স্মৃতি,
ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন
ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন,
ও.. ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন।

আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে 
একা একা এলাম যখন,
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে 
একা একা এলাম যখন,
দেখি কৃষ্ণচূড়ার গাছে
নাম দুটো আজও আছে,
কৃষ্ণচূড়ার গাছে
নাম দুটো আজও আছে,
লিখেছিলাম তুমি আর আমি
কিশোরী কিশোরী ছিলাম আমি যখন
ও.. কিশোরী কিশোরী ছিলাম আমি যখন,
কিশোরী কিশোরী ছিলাম আমি যখন,
ও.. কিশোরী কিশোরী ছিলাম আমি যখন।।

আজ আঠারো বছর পরে লিরিক্স - বেবি নাজনীন :
Aaj atharo bochor pore
Purono dighir paare
Eka eka elam jokhon
Dekhi krishnachurar gache
Naam duto aajo ache
Likhechilam tumi aar ami
Kichori kichori chilam ami jokhon