O Piya Re Lyrics by Madhuraa Bhattacharya :
O Piya Re Song Is Sung by Madhuraa Bhattacharya from Miss Call Bengali Movie. Starring: Soham Chakraborty And Rittika Sen. Music Composed by Savvy ANd Song Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay.
Song : O Piya Re
Film : Miss Call
Singer : Madhuraa Bhattacharya
Music : Savvy
Lyrics : Priyo Chattopadhyay
Programming & Arranging : Shamik Chakravarty
Mixing & Mastering : Subhadeep Mitra
Director : Ravi Kinagi
Story : Shashank
Screenplay & Dialogues : N K Salil
Cinematographer : Murli Y Krishna
Editor : Md. Kalam
O Piya Re Song Lyrics In Bengali :
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
এলো যে দিন, স্বপ্ন রঙিন
জানি এ প্রেম, অন্তবিহীন।
মিলে গেছি মোহনায়
তোর মন ঠিকানায়,
সুখে তাই ভাসে হিয়া।
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
তোকে নিয়ে এই মনে
ছিল যত আশা,
না বলা সে কথাগুলো
আজ পেল ভাষা।
জেনে গেছে এ জীবন
তুই কত যে আপন,
আমারই একার দুনিয়া।
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
ও পিয়া রে লিরিক্স - মাধুরা ভট্টাচার্য :
O Piya Re, O Piya Re, O Piya
Elo je din shopno rongin
Jani e prem ontobihin
Mile gechi mohonay
Tor mon thikanay
Sukhe tai bhase hiya
Toke niye ei mone
Chilo joto asha
Na bola se kotha gulo
Aaj pelo bhasa
Jene geche e jibon
Tui koto je apon
Amari ekar duniya
0 Comments
Post a Comment