Tomari Toh Kache Lyrics by Anindya from Prem Tame



Tomari Toh Kache Lyrics by Anindya :

Tomari Toh Kache Song Is Sung by Anindya Chatterjee from Prem Tame Bengali Movie. Starring: Soumya Mukherjee, Susmita Chakraborty And Sweta Mishra. Music Composed by And Tomar E Toh Kachhe Lyrics In Bengali Written by Prasen. Song Mixing And Mastering by Subhadeep Mitra.

Song : Tomar E Toh Kachhe
Movie : Prem Tame
Singer : Anindya Chatterjee
Music & Lyrics  : Prasen
Music Produced & designed by : Subhadeep Mitra
Direction : Anindya Chattopadhyay
DOP : Subhankar Bhar  
Editor : Arghakamal Mitra 
Label : SVF

Tomari Toh Kache Song Lyrics In Bengali :

তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে 
আনাচে কানাচে বোবা মন,
কেন হায় ?
বলতে না পেরে, ব্যেথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়। 
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক 
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো, 
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে 
হাসিদের ভাঁজে ভাঁজে তাই। 

তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন, 
কেন হায় ?
ঘাসেদের মতো জোনাকি শরীরে 
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়। 
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক 
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে 
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
 
তোমারই তো কাছে লিরিক্স - অনিন্দ্য চট্টোপাধ্যায় :
Tomari to kache more beche ache
Anache kanache boba mon keno hay
Bolte na pere bethader kole
Ghumiye porechi jeno raillaine er rastay
Thik tokhoni bujhechi tomake khujechi
Norom norom pasher balisher moto
Jene bujhe niye phire phire esho
Thikana pathano ache
Hasider vaje vaje tai