Bongshi Bajay Ke Lyrics by Baby Naznin



Bongshi Bajay Ke Lyrics by Baby Naznin :

Bongshi Bajay Ke Song is Sung by Baby Naznin from Du Chokhe Ghum Ashe Na Bengali Album. Bongshi Bajay Ke Re Sokhi Lyrics In Bengali Written by Delowar Arjuda Sharaf.

Song : Bongshi Bajay Ke 
Album : Du Chokhe Ghum Ashe Na 
Singer : Baby Naznin
Lyrics : Delowar Arjuda Sharaf
Label : Sangeeta

Bongshi Bajay Ke Song Lyrics In Bengali :

বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে?

বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে ?
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। 
বংশী বাজায় কে রে সখী বংশি বাজায় কে ?
বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে ?
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে,
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।। 

শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা
বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যে তার রাধা,

শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা
বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যে তার রাধা,
উদাসী কোরলো বাঁশির সুর যে আমাকে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।। 

এতো মধুর সুর যে তার কত জানি সুন্দর
নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর,

এতো মধুর সুর যে তার কত জানি সুন্দর
নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর,
রাখিতে পারিনা বেঁধে ঘরে নিজেকে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে,
ইচ্ছে করে একবার তারে দেখি দুচোখে। 

বংশী বাজায় কেরে সখী বংশি বাজায় কে?

বংশি বাজায় কে রে সখী বংশি বাজায় কে ?
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। 
বংশী বাজায় কেরে সখী বংশি বাজায় কে ?
বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে ?
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে,
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।। 

বংশী বাজায় কে রে সখী লিরিক্স - বেবী নাজনীন :
Bongshi Bajay Ke Re Sokhi Bongshi Bajay Ke
Icche kore ekbar tare dekhi duchokhe
Bongsi Bajay Ke Re Sokhi Bongsi Bajay Ke
Shyamer banshir sur jeno banshite tar bandha
Bondhu amar shyam kaliya ami je tar radha
Udashi korlo banshir sur je amake
Eto modhur sur je tar koto jani sundor
Noyon diya na dekhiya dilam tare ontor
Rakhite parina bedhe ghore nejeke
Bongshi Bajay Kere Sokhi Bongshi Bajay Ke
Bangshi Bajay Ke Re Sakhi Bangshi Bajay Ke