Tomar Monkharape Borsha Ashe Lyrics by Taishi :
Tomar Monkharape Borsha Ashe Song Is Sung by Taishi Nandi from Chirkut. Music Composed by And Song Lyrics In Bengali Written by Prameya. Arrangements, Mixing and Mastering by Debayan Banerjee.Song : Tomar Monkharape Borsha Ashe
Vocals : Taishi Nandi
Lyrics and Composition : Prameya
Animation : Sudip Das
Conceptualization : Kuntala
Label : Chirkut TV Official
Tomar Monkharape Borsha Ashe Song Lyrics In Bengali :
তোমার মনখারাপে বর্ষা আসেতোমার খামখেয়ালে বিকেল ফুরোয়,
তুমি বাসলে ভালো চাঁদের আলো
নদীর জলে ঝিনুক কুড়োয়।
সব বুঝেও কেন বুঝছো না যে তাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও।।
রাতে ঘাসের উপর শিশির জমে
আর ভোরবেলাতে শিউলি ঝরে,
আমি বলবো কি আর প্রেমের কথা
প্রাইভেসি নেই মেসের ঘরে।
তুমি নাহয় শুধু মনখারাপই নাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও,
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও।।
তুমি নিম্নচাপে ঝড়ের মত
ছাদের ঘরে শুকনো পাতা,
আমার ভাল্লাগে না, ভাল্লাগে না
ফুরিয়ে গেছে আঁকার খাতা
একবার মিথ্যে বলো সত্যি আমায় চাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও ...
তোমার মনখারাপে বর্ষা আসে লিরিক্স - চিরকুট :
Tomar mon kharape borsha ashe
Tomar khamkheyale bikel phuroy
Tumi basle valo chander aalo
Nodir jole jhinuk kuroy
Sob bujheo keno bujjho na je taao
Hawar moto amay chuye jao
Raate ghaser upor shishir jome
Aar bhor belate shiuli jhore
Ami bolbo ki aar premer kotha
Privacy nei meser ghore
0 Comments
Post a Comment