Haschhe Bhorer Aakash Lyrics by Aritra Dasgupta :
Haschhe Bhorer Aakash Song Is Sung by Aritra Dasgupta. Music Composed by Sourav Babai Chakraborty. Hasche Bhorer Aakash Lyrics In Bengali Written by Aparajita Chakraborty.Song : Haschhe Bhorer Aakash
Singer : Aritra Dasgupta
Composition : Sourav Babai Chakraborty
Lyrics : Aparajita Chakraborty
Mixing & Mastering : Tarun Das
Videography : Sushanta Adhikary
Edit : Hiranmay Biswas
Haschhe Bhorer Aakash Song Lyrics In Bengali :
হাসছে ভোরের আকাশপ্রথম রবি কিরণে,
প্রতিটা ভোর স্বপ্ন আঁকে
বয়ে চলা নদীর বুকে ..
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে।
ভিড় ঠেলে শহরের স্বপ্নেরা ছুটছে
হারিয়ে নিজেকে কেউ সুখ কিনে ফিরছে,
ইট কাঠ পাথরে মুখ ঢাকে ইতিহাস
মুখোশের আড়ালে কেউ ভেঙে চলে বিশ্বাস।
ঘামে ভেজা শরীরের দুচোখের স্বপ্ন
ভাসুক অজানায়..
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে।
মূল্য কি জীবনের কিসে মন সুখ পায়
কোন সুখে জীবনের মানে রোজ বদলায়,
চোখ ঢাকে কুয়াশায় পাড়ি তবু অজানায়
মুখমুখি নিজেকেও চেনা যে বড় দায়।
জমে থাকা কুয়াশার ভিড় সরিয়ে
ডানায় আসে ভোর ...
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে,
প্রতিটা ভোর স্বপ্ন আঁকে
বয়ে চলা নদীর বুকে ..
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে . .
হাসছে ভোরের আকাশ লিরিক্স - অরিত্র দাসগুপ্ত :
Hasche Bhorer Aakash
Prothom robi kirone
Protita bhor shopno anke
Boye chola nodir buke
Bhir theke shohorer shopnera chutche
Hariye nijeke keu sukh kine firche
It kath pathore mukh dhake itihash
Mukhosher arale keu venge chole bishwash
Ghame veja shorirer duchokher shopno
Bhashuk ojanay
0 Comments
Post a Comment