Ei To Tomar Alokdhenu Lyrics Rabindrasangeet :
Ei To Tomar Alokdhenu Rabindrasangeet Sung by Arnob And Sunidhi Nayak. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore.Song : Ei To Tomar Alokdhenu
Lyricist : Rabindranath Tagore
Parjaay : Puja 520
Upa-parjaay : Sundar
Raag: Kedara
Taal: Jhampak
Vocals : Arnob & Sunidhi Nayak
Digital Partner : Bengal Web Solution
Ei To Tomar Alokdhenu Song Lyrics In Bengali :
এই তো তোমার আলোকধেনু
সূর্য তারা দলে দলে,
কোথায় বসে বাজাও বেণু
চরাও মহাগগনতলে।
এই তো তোমার আলোকধেনু।।
তৃণের সারি তুলছে মাথা
তরুর শাখে শ্যামল পাতা,
আলোয়-চরা ধেনু এরা
ভিড় করেছে ফুলে ফলে।
এই তো তোমার আলোকধেনু
সূর্য তারা দলে দলে,
কোথায় বসে বাজাও বেণু
চরাও মহাগগনতলে।
এই তো তোমার আলোকধেনু।।
সকালবেলা দূরে দূরে
উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
আঁধার হলে সাঁজের সুরে
ফিরিয়ে আন আপন গোঠে।
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
মোর জীবনের রাখাল ওগো
ডাক দেবে কি সন্ধ্যা হলে?
এই তো তোমার আলোকধেনু
সূর্য তারা দলে দলে,
কোথায় বসে বাজাও বেণু
চরাও মহাগগনতলে।
এই তো তোমার আলোকধেনু।।
এই তো তোমার আলোকধেনু লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত :
Ei to tomar aalokdhenu
surjo taara dole dole
Kothay bose bajao benu
chorao mohagogontole
Triner saari tulche matha
torur shakhe shyamal pata
Aaloy-chora dhenu era
bhir koreche phule phole
Sokalbela dure dure
uriye dhuli kothay chotey
Andhar hole sanjher sure
phiriye aano apon gothey
Asha trisha amar joto
ghure beray kothay koto
Mor jibaner rakhal ogo
daak debe ki sondhya hole ?
সূর্য তারা দলে দলে,
কোথায় বসে বাজাও বেণু
চরাও মহাগগনতলে।
এই তো তোমার আলোকধেনু।।
তৃণের সারি তুলছে মাথা
তরুর শাখে শ্যামল পাতা,
আলোয়-চরা ধেনু এরা
ভিড় করেছে ফুলে ফলে।
এই তো তোমার আলোকধেনু
সূর্য তারা দলে দলে,
কোথায় বসে বাজাও বেণু
চরাও মহাগগনতলে।
এই তো তোমার আলোকধেনু।।
সকালবেলা দূরে দূরে
উড়িয়ে ধূলি কোথায় ছোটে,
আঁধার হলে সাঁজের সুরে
ফিরিয়ে আন আপন গোঠে।
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
মোর জীবনের রাখাল ওগো
ডাক দেবে কি সন্ধ্যা হলে?
এই তো তোমার আলোকধেনু
সূর্য তারা দলে দলে,
কোথায় বসে বাজাও বেণু
চরাও মহাগগনতলে।
এই তো তোমার আলোকধেনু।।
এই তো তোমার আলোকধেনু লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত :
Ei to tomar aalokdhenu
surjo taara dole dole
Kothay bose bajao benu
chorao mohagogontole
Triner saari tulche matha
torur shakhe shyamal pata
Aaloy-chora dhenu era
bhir koreche phule phole
Sokalbela dure dure
uriye dhuli kothay chotey
Andhar hole sanjher sure
phiriye aano apon gothey
Asha trisha amar joto
ghure beray kothay koto
Mor jibaner rakhal ogo
daak debe ki sondhya hole ?
0 Comments
Post a Comment