Take Bole Elam Lyrics by Pijush Das



Take Bole Elam Lyrics by Pijush Das :

Take Bole Elam Official Reply Version of Take Bole Dio Song Is Sung by Pijush Das from The Bong Studio Originals. Music Composed by And Song Lyrics In Bengali Written by Pijush Das.

Song : Take Bole Elam
Vocal, Music & Lyrics : Pijush Das

Director : Krish Bose
DOP : Subhajit Sil & Krish Bose
Chief AD : Supayan Das
Edit & Color : Sanjoy Dasgupta
Producer : The Bong Media

Take Bole Dio Lyrics by Pijush Das

Take Bole Elam Song Lyrics In Bengali :

আমি বলে এলাম তাকে
যেন ভুলে যায় তোমাকে,
যেন আটকে আর না থাকে
অভ্যাসে তোমার।
কোনো পরিচিত ডাকে
মন ফিরে দেখার আগে,
ধরে অন্য হাত, প্রতিরাত
যেন ভুলতে চায় তোমায়।

বলে এলাম,
আজও তোমার এই একলা দেশ
শুধু ভাবতে চায় সেই তাকেই, প্রতিদিন।
তুমি দিয়েছো কথা শেষ রাতের কান্নাদের
ভালোবাসবে তাও ফিরবেনা আর কোনোদিন।

বলে এলাম, বলে এলাম,
বলে এলাম আমি তাকে ...
বলে এলাম ...

তার যে কটা গান লেখাছিল তোমায় নিয়ে
তোমায় ভেবে সেই গান আজও
সে রাত্রি জুড়ে গায় ....
তার কান্নাদের দিন-রাত্রি নেই
তার যন্ত্রণার সহযাত্রী নেই,
শুধু এই কথাই জানালো আমায়।
তোমার স্মৃতিতেই
তার ব্যথার দেয়াল সাজানো
তার অতীতে সে খোঁজে তোমাকেই ..

আমি বলে এলাম তাকে
যেন কখনো না ডাকে
কেউ আমাকে আর চিঠি হতে
নিজেদের মাঝে।
গত দুই'দশক ধরে
কথা দেওয়া-নেওয়ার পরে
আমি ক্লান্ত খুব ক্লান্ত আজ
এতো ব্যথার ভারে। 

বলে এলাম তাকে শেষবারের মতো বিচ্ছেদে
যেন ভুলতে চায় নিজেদের সবটুকু,
আমি পারবোনা আর আটকাতে ইচ্ছেদের
একা বাঁচতে চাই অনুরোধ এটুকুই .. 

বলে এলাম, বলে এলাম,
বলে এলাম আমি তাকে ...
বলে এলাম ...

তাকে বলে এলাম লিরিক্স - পীযূষ দাস :
Ami bole elam taake
Jeno bhule jaay tomake
Jeno aatke aar na thake
Obhashe tomar
Kono porichito daake
Mon phire dekhar agey
Dhore onno haat protiraat
Jeno bhulte chaay tomay
Bole elam aajo tomar ei ekla desh
Shudhu vabte chai sei takei protidin
Tumi diyecho kotha shesh raater kannader
Valobashbe taao firbena aar konodin
Bole elam bole elam ami take