Mon Kharaper Marshum Lyrics by Subhrajit Panda



Mon Kharaper Marshum Lyrics by Subhrajit Panda :

Mon Kharaper Marshum Song Is Sung by Subhrajit Panda. Ami Diyechi Tomay Nilima Lyrics In Bengali Written by Aniket Das.

Song Name : Mon Kharaper Morshum
Vocal & Composition by : Subhrajit Panda
Music : Rishi Panda from MIC Drop Studio
Lyrics : Aniket Das
DP, Camera, Editing : Subhasis Mukherjee
Calligraphy & Cover Photo : Krishnendu Mondal

Mon Kharaper Marshum Song Lyrics In Bengali :

আমি দিয়েছি তোমায় নীলিমা
তুমি কেন যে কিছুই নিলে না,
শুধু ফিরিয়ে দিয়েছো বারবার
আর হাতের মুঠোয় হাহাকার।

এখন পাতাঝরার মরশুম
ও হো, এখন পাতাঝরার মরশুম,
আর হলদে পাতার আবদার
মাড়িয়ে গিয়েছি প্রতিবার,
আমি কাটিয়ে উঠছি শীতঘুম
আর হাতের মুঠোয় হাহাকার।।

খুঁজেছি, আমি খুঁজেছি
আর ফেরার পথে বুঝেছি,
ও হো, খুঁজেছি, আমি খুঁজেছি
আর ফেরার পথে বুঝেছি।
সময় হয়েছে পালাবার
তুমি অন্য আগুনে ছারখার,
তুমি অন্য আগুনে ছারখার
আর হাতের মুঠোয় হাহাকার।।

আমি দিয়েছি তোমায় কবিতা
তুমি ফিরিয়ে দিয়েছো সবি তা,
শুধু বুকের ক্ষতয় অযথা
আমার জমানো চিঠির ব্যথারা।

এখন মন খারাপের মরশুম
ও হো, এখন মন খারাপের মরশুম,
তোমার ভালোথাকার বাহানা
এখন আমি তোমার কেউ না,
আমি কাটিয়ে উঠছি শীতঘুম
তোমায় ডাকনামে ডাকবোনা,
ও.. ও..

মন খারাপের মরশুম লিরিক্স - শুভ্রজিৎ পন্ডা :
Ami diyechi tomay nilima
Tumi keno je kichui nile na
Shudhu phiriye diyecho barbar
Aar haater muthoy hahakar
Ekhon pata jhorar morshum
Aar holde patar aabdar
mariye giyechi protibaar
Aami katiye uthechi shitghum
Aar haater muthoy hahakar