Kajol Pakhi Lyrics by SK Prokash :
Kajol Pakhi Song Is Sung by SK Prokash. Starring: Jamshed Shamim And Nowme Khan. Music Composed by MMP Rony And Moner Ghore Joton Kore Rakchi Ami Jare Lyrics In Bengali Written by Proshenjit Mondal.Song : Kajol Pakhi
Vocal & Tune : SK Prokash
Lyrics : Proshenjit Mondal
Music : MMP Rony
Director : Fidel Naim
DOP : Alamin Hossain
Edit & Color : TD Dipok
Label : DP Music Station
Kajol Pakhi Song Lyrics In Bengali :
মনের ঘরে যতন করেরাখছি আমি যারে,
ভালোবেসে কাজল পাখি
নাম দিয়েছি তারে।
তুই আমার সেই কাজল পাখি,
তুই আমার সেই কাজল পাখি
থাকিস না আর দূরে,
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে,
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে।।
হৃদয়ে তোর রূপ প্রতিমা
নিত্য গড়ে মন,
তোরে নিয়ে প্রহর আমার
সুখের সারাক্ষন।
হৃদয়ে তোর রূপ প্রতিমা
নিত্য গড়ে মন,
তোরে নিয়ে প্রহর আমার
সুখের সারাক্ষন।
আড়াল হলে তুই দু'চোখের,
আড়াল হলে তুই দু'চোখের
মরি দুখের জ্বরে..
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে,
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে।।
আমার সকল স্বপ্ন জুড়ে
তোরই বসবাস,
আমি চাই তুই নিজের করে
একটু ভালোবাস।
আমার সকল স্বপ্ন জুড়ে
তোরই বসবাস,
আমি চাই তুই নিজের করে
একটু ভালোবাস।
ফাঁকি দিলে আমাকে তুই ,
ফাঁকি দিলে আমাকে তুই
যাবো সেদিন মরে..
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে,
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে।
মনের ঘরে যতন করে
রাখছি আমি যারে,
ভালোবেসে কাজল পাখি
নাম দিয়েছি তারে।
তুই আমার সেই কাজল পাখি,
তুই আমার সেই কাজল পাখি
থাকিস না আর দূরে,
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে,
তোরে ছাড়া সুখ থাকেনা
আমার বুকের ঘরে।।
কাজল পাখি লিরিক্স - এস কে প্রকাশ :
Moner ghore joton kore
Rakhi ami jaare
Valobeshe kajol pakhi
Naam diyechi taare
Tui amar sei kajol pakhi
Thakis na aar dure
Tore chara sukh thakena
Amar buker ghore
0 Comments
Post a Comment