Tumi Chara Lyrics by Imran Mahmudul And Maysha :
Tumi Chara Song Is Sung by Imran Mahmudul And Maysha from Connection Bengali Short Film. Starring: Tahsan Khan And Bidya Sinha Mim. Music Composed by Tonmay Mahabubul And Song Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.Song : Tumi Chara
Short Film : Connection
Singer : Imran Mahmudul & Maysha
Tune & Music : Tonmay Mahabubul
Lyrics : Robiul Islam Jibon
Picture Courtesy : Grameen Uniqlo
Tumi Chara Song Lyrics In Bengali :
কি যে হাসি তুমি ছড়ালে
মায়াজালে এ মন জড়ালে,
ডুবে থাকি আলো আশাতে
বলি আমি কোন ভাষাতে।
রোজ বসে তোকে খোঁজা
কাছ থেকে আরও চাওয়া
সবই তো তোকে ঘিরে ভাবনায়,
তোর নামে মেঘে ভেজা
মাঝে মাঝে তুই ছাড়া
সাত'সকাল ভাবা যায় না।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া
অসহায় আমি শুধু তুমি ছাড়া।
এই মনে আছে আমার
যত অবুঝপনা,
সবই যে তোমার জন্য
কেন তা তুমি বোঝোনা?
ভুল করে বুঝে ওঠা
তোকে রেখে আলো খোঁজা
ইচ্ছেরা কেন তোকে চায় না,
তোর চোখে ভেবে যাওয়া
মনে জাগে কত চাওয়া
বলনারে শুধু তুই বলনা।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া,
অসহায় আমি শুধু তুমি ছাড়া..
তুমি ছাড়া লিরিক্স - ইমরান মাহমুদুল, মায়শা :
Ki je hasi tumi chorale
Mayajale e mon jorale
Dube thaki aalo ashate
Boli ami kon bhashate
Rooj bose toke khoja
Kach theke aaro chaowa
Sobi toh toke ghire vabonay
Tor naame meghe veja
Majhe majhe tui chara
Saat sokal vaba jaay na
Tumi chara shudhu tumi chara
Ashohay ami sudhu tumi chara
মায়াজালে এ মন জড়ালে,
ডুবে থাকি আলো আশাতে
বলি আমি কোন ভাষাতে।
রোজ বসে তোকে খোঁজা
কাছ থেকে আরও চাওয়া
সবই তো তোকে ঘিরে ভাবনায়,
তোর নামে মেঘে ভেজা
মাঝে মাঝে তুই ছাড়া
সাত'সকাল ভাবা যায় না।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া
অসহায় আমি শুধু তুমি ছাড়া।
এই মনে আছে আমার
যত অবুঝপনা,
সবই যে তোমার জন্য
কেন তা তুমি বোঝোনা?
ভুল করে বুঝে ওঠা
তোকে রেখে আলো খোঁজা
ইচ্ছেরা কেন তোকে চায় না,
তোর চোখে ভেবে যাওয়া
মনে জাগে কত চাওয়া
বলনারে শুধু তুই বলনা।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া,
অসহায় আমি শুধু তুমি ছাড়া..
তুমি ছাড়া লিরিক্স - ইমরান মাহমুদুল, মায়শা :
Ki je hasi tumi chorale
Mayajale e mon jorale
Dube thaki aalo ashate
Boli ami kon bhashate
Rooj bose toke khoja
Kach theke aaro chaowa
Sobi toh toke ghire vabonay
Tor naame meghe veja
Majhe majhe tui chara
Saat sokal vaba jaay na
Tumi chara shudhu tumi chara
Ashohay ami sudhu tumi chara
0 Comments
Post a Comment