Bhhalo Thheko Prithibi Lyrics by Prithibi Band :
Bhhalo Thheko Prithibi Song Performed By Prithibi Band. This Is A Bengali Transliteration Of 'Heal The World' Michael Jackson Song. Bhalo Theko Prithibi Lyrics Translate by Koushik Chakraborty.Original Song : Heal the World
Lyrics & Composition : Michael Jackson
Album : Dangerous (1991)
Bengali Transliteration : Koushik Chakraborty
Performed By : Prithibi Band
Koushik Chakraborty : Vocal
Arunangshu Bagchi : Guitar
Deep Ghosh : Bass Guitar
Debangshu Bhattacharjee : Guitar
Deepayan Maitra : Keyboard
Aniruddha Mondal : Drums
Bhhalo Thheko Prithibi Song Lyrics In Bengali :
জানি এটাই ভালোবাসাআজো আছে ঠিক একইরকম
মনের কোথাও চেষ্টাটুকু জ্বালায় আলো,
চোখের জলের নেই প্রয়োজন
নেই কোনো দুঃখের আয়োজন
যন্ত্রণার রাত্রি শেষে ঘুচবে কালো।
জেনে নিও কেমন আছে সবাই
যদি যেতে চায় মন তখন
খোঁজ নিও, জায়গা দিও।
ভালো থেকো আরো সবুজে
বুক ভরা নিঃশ্বাসে আর বিশ্বাসে
বেঁধে রেখো পৃথিবী,
কত মানুষ আজো কাঁদছে
যদি ভেবে থাকো এতটুকু
জায়গা দিও সেই নতুন ঠিকানায়।
যদি চাও গান শোনাও, ভালোবাসার গল্পটাও
ছুঁয়ে যাবে, কঠিন সময় তোমার এখন,
এটাই কারণ টিকে থাকার
নাকি বাঁচার জন্যই বাঁচা
ভয় পেয়ে আর কতদিন থাকবে বলো?
জেনে নাও পথ আছে শুধু একটাই
ভালবাসা আর ভালোবাসার
বুকে রেখো, জড়িয়ে থেকো।
ভালো থেকো আরো সবুজে
বুক ভরা নিঃশ্বাসে আর বিশ্বাসে
বেঁধে রেখো পৃথিবী,
কত মানুষ আজও কাঁদছে
যদি ভেবে থাকো এতটুকু
জায়গা দিও সেই নতুন ঠিকানায়।
তবু আজো কত মুখ একইভাবে স্বপ্ন সাজায়
এই পৃথিবীর চেনা ছবি আজো অসময়ে গল্প শোনায়
তবু মারছি আমরা, মরছে মানুষ
আহত পৃথিবীর বুকে প্রতিদিন,
এটাই সহজ, তবু বদলে নাও, আলো দাও ..
উড়ে যাই আর হারাই এমন দেশ এক খুঁজে পাই
ভাবনাহীন গানের সুরে এক হই সবাই,
ভয় নেই নবজাতক
নেই হানাহানি হিংসা বিদ্বেষ,
লাঙল মাটির বুক চিরে সবুজে মোড়ে এই দেশ
জেনে নাও পথ আছে শুধু একটাই
ভালো থাকার, আর ভালো রাখার
বুকে থেকো, জায়গা দিও।
ভালো থেকো আরও সবুজে
বুক ভরা নিঃশ্বাসে আর বিশ্বাসে
বেঁধে রেখো পৃথিবী,
কত মানুষ আজও কাঁদছে
যদি ভেবে থাকো এতটুকু
জায়গা দিও সেই নতুন ঠিকানায়।
ভালো থেকো পৃথিবী লিরিক্স - পৃথিবী ব্যান্ড :
Jani etai bhalobasha
Aajo ache thik ekirokom
Moner kothao chesta tuku jwalay aalo
Chokher joler nei proyojon
Nei kono dukkher ayojon
Jontronar raatri sheshe ghuchbe kaalo
Jene niyo kemon ache sobai
Jodi jete chay mon tokhon
Khoj niyo jayga diyo
Valo theko aaro sobuje
Buk bhora nishwash e aar bishwashe
Bedhe rekho prithibi
Koto manush aajo kadche
Jodivebe theko etotuku
Jayga diyo sei notun thikanay
0 Comments
Post a Comment