Palki Te Bou Chole Jay Lyrics by Mita Chatterjee



Palki Te Bou Chole Jay Lyrics by Mita Chatterjee :

Palki Te Bou Chole Jay Song Is Sung by Mita Chatterjee. Music Composed by Pallob Ain And Palki Te Bou Chole Jai Lyrics In Bengali Written by Samaj Kumar.

Song : O Sona Reshmi Jochhonay
Singer : Mita Chatterjee
Music : Pallob Ain
Lyrics : Samaj Kumar
Label : Atlantis Music

Palki Te Bou Chole Jay Song Lyrics In Bengali :

ও সোনা রেশমি জোছনায়
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।

তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।।

লাল চেলি আর, সাতনরী হার,
চন্দনের সাজে,
মৌসুমী ঐ, মন জুড়ে তার,
সানাই যে বাজে।

কনেরও ঐ লাজুক চোখে
যেন ঐ কিসের ঝোঁকে
সোহাগের ফুল ঝরে যায়, হায়রে
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।।

রাত মধুময়, চাঁদ জেগে রয়,
পিয়ালের ফাঁকে,
আজ কুহু যে, সব ভুলে সে,
ডাকেরে ডাকে।

মিলনের সুরে সুরে
বাঁশি কে বাজায় দূরে,
কি যাদু আমায় করে যায়, হায়রে
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।

তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
তাতা ধিন ধিনাক ধিনাক
জলে দীপ জোনাক জোনাক,
পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়,
ঐ পালকিতে বউ চলে যায় হায়রে
শরমে মন মরে যায়।।

ঐ পালকিতে বউ চলে যায় লিরিক্স - মিতা চ্যাটার্জী :
O sona reshmi jochonay
Oi palkite bou chole jaay hayre
Shorome mon bhore jaay
Tata dhin dhinak dhinak
Jwole deep jonak jonak
Lalcheli aar saatnori haar
chondoner saaje
Mousumi oi mon jure taar
Sanai je baaje
Koner oi lajuk chokhe
Jeno oi kiser jhoke
Sohager phul jhore jaay