Ektukhani Lyrics by Minar Rahman :
Ektukhani Song is Sung by Minar Rahman Bengali Song from Keno. Starrng: Tawsif Mahbub and Mehazabien Chowdhury. Music Composed by Minar Rahman And Ektukhani Dekhbo Bole Lyrics In Bengali Written by Asif Iqbal.Song : Ektukhani
Singer : Minar Rahman
Lyrics : Asif Iqbal
Tune & Composition : Minar Rahman
Music Arrangement : Sajid Sarker
Director : Mahmudur Rahman Hime
D.O.P : Nazmul Hasan & Shafiqul Alam
Edit & Color : Md. Toufiqul Islam
Chief AD : Jahidul Islam Sujon & Emran Robin
Producer : Asif Iqbal
Label : Gaanchill Music
Ektukhani Song Lyrics In Bengali:
একটুখানি দেখবো বলেআকাশ পাতাল ইচ্ছে আমার
মনেতে সারাটি ক্ষণ শুধুই উঁকি দিচ্ছে।
তুমি স্বপ্নে দেখা রাজকন্যা যেন
আমায় তুমি দেখেও এখন
দেখছো না যে কেন?
ভালোবাসা বুঝি এমনই তো হয়
কোনো কিছুই, কোনো কিছুই
মানছে না তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
একটু পাশে রাখবো তোমায়
অবুঝ সবুজ ইচ্ছে আমার,
হৃদয়ে তোমারই গান
শুধুই বুঝি বাজছে।
তুমি রূপকথারই রাজকন্যা যেন
একটু হেসে আমায় তুমি
ডাকছো না যে কেন?
ভালোবাসা তো এমনই হয়
কোনো কিছুই, কোনো কিছুই
মানছেনা তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
নীল আর হলুদে রাজ প্রহরা মাখামাখি
মনের ভেতরে পাগল ডাকাডাকি,
তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি
আমার দু'চোখে তোমাকে ধরে রাখি,
তোমাকে ধরে রাখি ও..
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
একটুখানি লিরিক্স - মিনার রহমান :
Ektukhani dekhbo bole
Akash patal icche amar
Monete saratikhon shudhui uki dicchhe
Tumi shopne dekha rajkonna jeno
Amay tumi dekheo ekhon
dekhchho na je keno
Valobasha bujhi emoni toh hoy
Kono kichui kono kichui
Manche na toh hridoy
Eto chena Shohore onno adorey
Onno mayate amay chere
Tumi kothay bolo chole jao
Ektu pashe rakhbo tomay
Obujh sobuj icche amar
Hridoye tomari gaan
Shudhui bujhi bajche
0 Comments
Post a Comment