Bibhajon Lyrics by Rupam Islam



Bibhajon Lyrics by Rupam Islam :

Bibhajon Song Is Sung by Rupam Islam. Music Composed And Bivajon Song Lyrics In Bengali Written by Rupam Islam. Song Mixing & mastering by Prasenjit Chakraborty.

Song : Bibhajon
Lyrics, Composition & Vocals : Rupam Islam
Arrangements & Instruments : Sugata Roy Palodhi
Still Images : Arindam Mukherjee
Special Thanks : Prasanta Kumar Sur
Rupam Mask Drawing : Rounak Patra
Mask Drawings : Rup
Camera, Editing & Direction : Rupsha Dasgupta

Bibhajon Song Lyrics In Bengali :

বোধহয় কেউ ভাবেনি কখনও
ভাবনার‌ও হয়েছে বয়েস,
বোধহয় কেউ খেয়াল করেনি
কেটে গেছে চিন্তার রেশ।

বিভাজন খবর দিয়েছে
কিছুই থাকেনি অবশেষ,
বিভাজিত ভাবনারা ভাবে
কবে এই ভাবনার শেষ।

এই মহানগরী‌ও ভাবে
ভাবে এই পরাধীন দেশ,
স্বপ্নের শুরু কোনখানে
কোথায় সে স্বপ্নের শেষ।
স্বপ্নের মূল্য কি জানে
স্বপ্ন যে দেখতে শেখায়,
স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও
তাকে যেন খুঁজে পাওয়া যায়,
পাওয়া যায়।

বোধহয় কেউ চেনেনি কখনও
চেনা চেনা মানুষের মন,
মুখোশটা আড়াল করেছে
আড়ালেই কেটেছে জীবন।

বিভাজন হঠাৎ এসেছে
বদলে দিয়েছে পরিবেশ,
বিভাজিত ভাবনারা ভাবে
কবে পরিবর্তন হবে শেষ,
হবে শেষ।

বিভাজন লিরিক্স - রূপম ইসলাম :
Bodhoy keu bhabeni kokhono
Vabnar o hoyeche boyes
Bodhoy keu kheyal koreni
Kete geche chintar resh
Bobhajon khobor diyeche
Kichui thakeni oboshesh
Bibhajito bhabnara bhabe
Kobe ei bhabnar shesh