Ami Bhabi Tumi Lyrics by Habib Wahid



Ami Bhabi Tumi Lyrics by Habib Wahid :

Ami Bhabi Tumi Song Is Sung by Habib Wahid. Music Composed by Habib Wahid And Ami Vabi Tumi Aar Tumi Vabo Ami Lyrics In Bengali Written by Amita Karmoker.

Song : Ami Bhabi Tumi
Singer : Habib Wahid
Tune & Music : Habib Wahid
Lyrics : Amita Karmoker

Ami Bhabi Tumi Song Lyrics In Bengali :

আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি
এই ভেবে ভেবে বাড়ে যে পাগলামি,
ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় যে বেলা
হয়না বলা, চলে তুমি আমি খেলা।
আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি।।

তুমি আমি খেলা চলে সময়ের স্রোতে
ভাবনারা এলোমেলো, শুধু এক হতে।

তুমি আমি খেলা চলে সময়ের স্রোতে
ভাবনারা এলোমেলো, শুধু এক হতে,
ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় বেলা
হয়না বলা, চলে তুমি আমি খেলা,
আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি
এই ভেবে ভেবে বাড়ে যে পাগলামি,
ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় যে বেলা
হয়না বলা, চলে তুমি আমি খেলা,
আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি।।

হয়তো মনের কথাও রয়ে যাবে মনে
তোমায় পড়বে মনে শুধু ক্ষণেক্ষণে।

হয়তো মনের কথাও রয়ে যাবে মনে
তোমায় পড়বে মনে শুধু ক্ষণেক্ষণে,
হবেনা হয়তো পাওয়া, এটাই নিয়তি
ঘটমান জীবনে হবে এই পরিণতি।

আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি
এই ভেবে ভেবে বাড়ে যে পাগলামি,
ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় যে বেলা
হয়না বলা, চলে তুমি আমি খেলা,
আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি।।

আমি ভাবি তুমি লিরিক্স - হাবিব ওয়াহিদ :
Ami bhabi tumi aar tumi bhabo ami
Ei vebe vebe bare je paglami
Vebe vebe jaay khon kete jay je bela
Hoyna bola chole tumi ami khela
Ami vabi tumi aar tumi vabo ami
Tumi ami khela chole somoyer srotey
Vabnara elomelo shudhu ek hotey