Nishi Furay Na Lyrics by Habib Wahid



Nishi Furay Na Lyrics by Habib Wahid :

Nishi Furay Na Song Is Sung by Habib Wahid from Shadhin Bengali Album. Nishi Furay Na Lyrics In Bengali Written by Milon Mahmood.

Song : Nishi Furay Na
Album L Shadhin (2012)
Vocal, Tune & Music : Habib wahid
Lyrics : Milon Mahmood

Nishi Furay Na Song Lyrics In Bengali :

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

সে দু'নয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,
এক জনমে কি করে হায়
কতো ভালবেসে গেলে তারে পাওয়া যায়।

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই,
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই,
কোন ভুবনে সে যে হারায়
কতো পথ হেঁটে গেলে খুঁজে পাওয়া যায়।

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

নিশি ফুরায় না লিরিক্স - হাবিব ওয়াহিদ :
Nishi furay na
thaka jaay na tar bihone
Se dhora dey na
praane soy na bhuli kemone
Se du noyone aha ki maya
Sure sure gaan jeno kajol bhromora
E jonome ki kore haay
Koto valobeshe gele tare paowa jay
Akashe batase khuje berai
Ek nimeshe jeno peyeo harai
Kon bhubone se je haray
Koto poth hete gele khuje paowa jay
Nishi phuray na
thaka jaay na tar bihone