Ei Kache Ei Dure Lyrics by Subhamita Banerjee :
Ei Kache Ei Dure Song Is Sung by Subhamita Banerjee. Music Composed by And Song Lyrics In Bengali Written by Bhaswar Bhattacharya. Music Arrangements, Sarod and Keyboard Programming by Prattyush Banerjee. Song Recording, Mixing and Mastering by Goutam Basu.Song : Ei Kache Ei Dure
Singer : Subhamita Banerjee
Lyrics & Composition : Bhaswar Bhattacharya
Script & Direction : Sourav Choubey ONS
DOP : Subhadeep Bag
Producer : Shankar Halder
Label : Suchitra Music
Ei Kache Ei Dure Song Lyrics In Bengali :
এই কাছে এই দূরেসুর ভুলে অন্য সুরে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে।
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
রাত্রি জানে এই শহরের
কোথায় আলো আর কোথায় আঁধার,
তেমনি এ মন করে আয়োজন
কিছু হাসি কিছুটা কাঁদার।
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে,
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
এ মন জুড়ে কথাদের ভিড়ে
কোথায় কোনো গল্প থাকে,
যেমন পথ হারানো নদী
সাগর স্বপন জমায় বাঁকে।
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে,
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
এই কাছে এই দূরে লিরিক্স - শুভমিতা ব্যানার্জী :
0 Comments
Post a Comment