Prothom Lyrics by Bass Baba Sumon from Unoponchash Batash



Prothom Lyrics by Bass Baba Sumon :

Prothom Song Is Sung by Bass Baba Sumon from Unoponchash Batash Bangla Movie. Starring: Sharlin Farzana And Imtiaz Barshon. Music Composed by Masud Hasan Ujjal And Prothom Jhore Pora Shuilita Lyrics In Bengali Written by Sumon Tinku.

Song : Prothom
Film : Unoponchash Batash
Singer : Bass Baba Sumon
Composition & Arrangement: Masud Hasan Ujjal
Lyrics : Sumon Tinku
Tune : Imtiaz Barshon
Written and Directed by : Masud Hasan Ujjal
DOP : Ridoy Sarkar
Production : Red October
Editor : Ismail Hossain
Label : Anupam Movie Songs

Prothom Song Lyrics In Bengali :

প্রথম ঝরে পড়া শিউলিটা,
কুড়িয়ে তোমার পায়ে দেবো বলে
আমি সারারাত শিশিরে ভিজেছি,
আমি সারারাত শিশিরে ভিজেছি।

মেঘলা দিনে তুমি আমার
একমুঠো রোদ্দুর,
আমার আশার ভালোবাসার
সাতটা সমুদ্দুর।

নির্ঘুম রাত স্বপ্নে আঁকা
শিউলি ফুলের গন্ধ মাখা,
লাজুক প্রথম ভোরে
ভালোবাসার গন্ধ গুজেছি,
ভালোবাসার গন্ধ গুজেছি।

শিউলির মৌ মৌ ঘ্রাণে
আমৃত্যু আলিঙ্গণে,
ভোরের প্রথম আলোয়ে,
বেঁধে নেবো তোমাকে।

ভালোবাসি ওই চোখ
তোমার স্নিগ্ধ পরশ,
আরোও ভালোবাসবো বলে ..
আমি দু'হাত পেতেছি,
আমি দু'হাত পেতেছি।

প্রথম ঝরে পড়া শিউলি'টা,
কুড়িয়ে তোমার পায়ে দেবো বলে
আমি সারা রাত শিশিরে ভিজেছি,
আমি সারা রাত শিশিরে ভিজেছি।

প্রথম ঝরে পড়া শিউলিটা লিরিক্স - বেস বাবা সুমন :
Pratham jhore pora shuilita
Kuriye tomar paaye debo bole
Ami sara raat sishire bhijechi
Ami sararaat shishire vijechi
Meghla dine tumi amar
Ekmutho roddur
Amar ashar valobashar
Saat ta somuddur