Jani Tumi Asbe Na Fire Lyrics by Shovon Dcosta



Jani Tumi Asbe Na Fire Lyrics by Shovon Dcosta :

Jani Tumi Asbe Na Fire Song is Sung by Shovon Dcosta. Starring: Shovon D'costa And Nishi. Music Composed by Rakib Musabbir. Jani Tumi Ashbe Na Phire Lyrics In Bengali from Jani Tumi Bangla Album.

Song : Jani Tumi Asbe Na Fire
Album : Jani Tumi
Singer : Shovon D'costa
Music and Tune : Rakib Musabbir
Directed by : Sahed
Edit : Badsha Khan
Production : SAD 69
Label : Laser Vision

Jani Tumi Asbe Na Fire Song Lyrics In Bengali :

জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?

কত আপন তুমি ছিলে
কেন আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে
কেন চলে গেলে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পড়ে ?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পড়ে ?
মনে কি পড়ে ?

জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙ্গেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?

জানি তুমি আসবেনা ফিরে লিরিক্স - শোভন :
Jani tumi asbena fire
Basbe na valo amake
Jani tumi vengecho hridoy
Sei ashate dukkho chepe roy
E hridoye eto kache chile tumi
Mone ki pore?
Koto apon tumi chile
Keno amake kadale
janina ki obhimane keno chole gele