Bhalobasha by Imran And Liza



Bhalobasha Lyrics by Imran And Liza :

Bhalobasha Song Is Sung by Imran Mahmudul And Liza from Ekbar Bolo Valobashi Bangla Natok. Starring: Afran Nisho And Tanjin Tisha. Music Composed by Sumon Kalyan And Valobasha Ki Ghum Venge Uthe Lyrics In Bengali Written by Isteaque Ahmed.

Song : Bhalobasa
Drama : Ekbar Bolo Valobashi
Singer : Imran Mahmudul & Liza
Lyrics : Isteaque Ahmed
Tune : Lutfor Hasan
Music : Sumon Kalyan
Directed by : Sazzad Shuman
DoP : Nayem Fuad
Edit & Color : Shamim Hossain
Produced By : Kachi Ahmed
Label : Eagle Music™

Bhalobasha Song Lyrics In Bengali :

ভালোবাসা কি ঘুম ভেঙে উঠে
তোমার পথেতে হাঁটা,
ভালোবাসা কি তার গোলাপে
আমার জন্য কাঁটা।

ভালোবাসা কি শত অভিযোগ
তোমার নামে যা ঢালি,
ভালোবাসা কি জেগে থাকা রাত
চোখের নীচেতে কালি।

ভালোবাসা কি নদীর মতো
ভেসে যাই সেই জলে,
আজও বুঝিনি ভালোবাসা কী
ভালোবাসা কাকে বলে।

ভালোবাসা কি বুঝতে শেখায়
অবুঝ থাকার দিনে,
ভালোবাসা কি যৌথ খামার
তোমার আমার ঋণে।

ভালোবাসা কি অভিমানী মেঘ
তোমার আমার অঞ্চলে,
আজও বুঝিনি ভালোবাসা কি
ভালোবাসা কাকেই বলে।

ভালোবাসা কী পাহাড়ের বুকে
নাম না জানা ফুল কোনো,
ভালোবাসা কি আমার চেয়েও
অন্য কাউকে শোনো।

ভালোবাসা কি সন্ধ্যা তারা
নিভে গেলো কৌশলে,
আজও বুঝিনি ভালোবাসা কি
ভালোবাসা কাকে বলে।

ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে
তোমার পথেতে হাঁটা,
ভালোবাসা কী তার গোলাপে
আমার জন্য কাঁটা।

ভালোবাসা কী শত অভিযোগ
তোমার নামে যা ঢালি,
ভালোবাসা কী জেগে থাকা রাত
চোখের নিচেতে কালি।

ভালোবাসা কী নদীর মতো
ভেসে যাই সেই জলে,
আজও বুঝিনি ভালোবাসা কী
ভালোবাসা কাকে বলে।

ভালোবাসা কি লিরিক্স - ইমরান মাহমুদুল, লিজা :
Bhalobasha ki ghum venge uthe
Tomar pothete hata
Bhalobasa ki tar golape
Amar jonno kata
Vhalobasha ki shoto ovijog
Tomar naame ja dhali
Valobasa ki jege thaka raat
Chokher nichete kali
Bhalobasha ki nodir moto
Vese jai sei jole
Aajo bujhini valobasha ki
Valobasha kake bole