Shiter Shishir Bheja Raat by Bhupen Hazarika



Shiter Shishir Bheja Raat Lyrics by Bhupen Hazarika :

Shiter Shishir Bheja Raat Song Is Sung by Bhupen Hazarika. Music Composed by Bhupen Hazarika And Shiter Shishir Veja Raate Lyrics In Bengali Written by Shibdas Banerjee.

Song : Shiter Shishir Bheja Raat
Singer : Bhupen Hazarika
Music : Bhupen Hazarika
Lyricist : Shibdas Banerjee
Label : Saregama Bengali

Shiter Shishir Bheja Raat Song Lyrics In Bengali :

শীতের শিশির ভেজা রাতে
শিশিরে ভেজানো রাতে,
শিশিরে ভেজানো রাতে,
শিশিরে ভেজানো রাতে
বস্ত্রবিহীন কোনও খেতমজুরের
ভেঙে পড়া কুটিরের ধিকি ধিকি
জ্বলে থাকা তুষে ঢাকা আগুনের
রক্তিম যেন এক উত্তাপ হই,
রক্তিম যেন এক উত্তাপ হই,
রক্তিম যেন এক উত্তাপ হই।
শিশিরে ভেজানো রাতে,
শিশিরে ভেজানো রাতে।

শিশিরে ভেজানো রাতে,
শিশিরে ভেজানো রাতে,
সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের
ভয়ার্ত মানুষের না ফোটা আর্তনাদ
যখন গুমরে কাঁদে
আমি যেন তার নিরাপত্তা হই,
নিরাপত্তা হই নিরাপত্তা হই,
নিরাপত্তা হই নিরাপত্তা হই।

শিশিরে ভেজানো রাতে
কণ্ঠরূদ্ধ কোনও সুগায়কের
প্রভাত আনতে পারা একটি অমর গান
নিজেই প্রকাশ করে আমি যেন তার
সুধাকণ্ঠ হই, সুধাকণ্ঠ হই, সুধাকণ্ঠ হই।
রক্তিম যেন এক উত্তাপ হই,
প্রচণ্ড যেন এক প্রতাপ হই
আমি যেন এক নিরাপত্তা হই
আমি যেন এক সুধাকণ্ঠ হই।

শীতেরও শিশির ভেজা রাতে
শিশিরে ভেজানো রাতে।

শীতের শিশির ভেজা রাতে লিরিক্স - ভূপেন হাজারিকা :
Shiter sishir bheja raate
Shishire bhejano raate
Shishire vejano raate
Bostrobihin kono khet mojurer
Venge pora kutirer dhiki dhiki
Jwole thaka tushe dhaka aguner
Roktim jeno ek uttap hoi
Sishire bhejano raate