Nakshikanthar Rajar Konna Lyrics by Taalpatar Shepai :
Nakshikanthar Rajar Konna Song Is Sung by Pritam Das from Taalpatar Shepai. Nokshikanthar Rajar Konna Lyrics In Bengali Written by Kritee Roy.Song : Nakshikanthar Rajar Konna
Vocal & composer : Pritam Das
Lyrics : Kritee Roy
Ukulele & mixing : Sumon Ghosh
Cinematography : Saikat Das & Subhojit Mukherjee
Video Editing & Vfx : Suman Ghosh
Colour Grading & Direction : Pritam Das
Concept : Taalpatar Shepai
Nakshikanthar Rajar Konna Song Lyrics In Bengali :
নকশীকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি।
পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যাই
রূপকথাদের কাছে,
তোমার কাছে দুঃখ ভোলাবার
রুপোর কাঠি আছে?
পেঁজা তুলোর নাকছাবি আর
জুঁই ঝরানো কেশে,
বলো কন্যা যাবে নিয়ে
তোমার মুলুক দেশে?
চার দেওয়ালের এই খেলাঘর
খেলবো না আর একা,
দত্যি দানো পেরিয়ে গেলে ঠিক
পাবো তোমার দেখা?
টিয়া রঙের পাতার ঝালর
নদীর বুকে গয়না আলোর,
তোমার দেশের ছবি কন্যা
আমার দু'চোখ ভাবে।
হীরের কুচি ঝরনা জলে
আকাশ যেন গল্প বলে,
তোমার দেশের ছবি কন্যা
আমার দু'চোখ ভাবে,
আমায় নিয়ে যাবে?
নকশীকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি।
এই ঘেরাটোপ আলো আঁধারির
ভাল্লাগেনা মেয়ে,
আমার ভেতর নৌকো বেয়ে তাই
আমায় চলো নিয়ে,
আমায় চলো নিয়ে,
আমায় চলো নিয়ে কন্যা
আমায় চলো নিয়ে..
নকশীকাঁথার রাজার কন্যা লিরিক্স :
Nakshikathar Rajar Konna
Kothay tomar bari?
Jethay chade roder ashman
Megher bhara gari
Paliye jaowar rasta dhore jai
Rupkothader kache
Tomar kache dukkho bholabar
Rupor kathi ache?
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি।
পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যাই
রূপকথাদের কাছে,
তোমার কাছে দুঃখ ভোলাবার
রুপোর কাঠি আছে?
পেঁজা তুলোর নাকছাবি আর
জুঁই ঝরানো কেশে,
বলো কন্যা যাবে নিয়ে
তোমার মুলুক দেশে?
চার দেওয়ালের এই খেলাঘর
খেলবো না আর একা,
দত্যি দানো পেরিয়ে গেলে ঠিক
পাবো তোমার দেখা?
টিয়া রঙের পাতার ঝালর
নদীর বুকে গয়না আলোর,
তোমার দেশের ছবি কন্যা
আমার দু'চোখ ভাবে।
হীরের কুচি ঝরনা জলে
আকাশ যেন গল্প বলে,
তোমার দেশের ছবি কন্যা
আমার দু'চোখ ভাবে,
আমায় নিয়ে যাবে?
নকশীকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি।
এই ঘেরাটোপ আলো আঁধারির
ভাল্লাগেনা মেয়ে,
আমার ভেতর নৌকো বেয়ে তাই
আমায় চলো নিয়ে,
আমায় চলো নিয়ে,
আমায় চলো নিয়ে কন্যা
আমায় চলো নিয়ে..
নকশীকাঁথার রাজার কন্যা লিরিক্স :
Nakshikathar Rajar Konna
Kothay tomar bari?
Jethay chade roder ashman
Megher bhara gari
Paliye jaowar rasta dhore jai
Rupkothader kache
Tomar kache dukkho bholabar
Rupor kathi ache?
0 Comments
Post a Comment