Evabe Chai by Shawon Gaanwala



Evabe Chai Lyrics by Shawon Gaanwala :

Evabe Chai Song Is Sung by Shawon Gaanwala. Starring : Maznun Mizan, Deepa Khondoke, Apple Ahmmed And PJ Helen. Music Composed by Sajid Sarker And Tomake Shoto Sohoshro Bochor Periye Ebhabe Chai Lyrics In Bengali Written by Anwar Hossain Ador.

Song : Evabe Chai
Singer : Shawon Gaanwala
Tune & Music : Sajid Sarker
Lyrics : Anwar Hossain Ador
Directed By : Mizanur Rahman Aryan
Dop : Raju Raj
Production : Motion Rock Entertainmen
Label : Cd Choice

Evabe Chai Song Lyrics In Bengali :

আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা,
মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা
তোমার জন্য টুকরো বাহানা।
হো .. আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা,
মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা
তোমার জন্য টুকরো বাহানা।

তোমাকে শত সহস্র বছর পেরিয়ে
এভাবে চাই,
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সব টাই।

এ চোখে রেখে ছিলে মায়া চোখ
থমকে গেছে সময় অকারন,
ফেরা গেল না কিছুতেই
বেলা শেষে অভিমানী মন।

তোমাকে শত সহস্র বছর পেরিয়ে
এভাবে চাই,
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সব টাই.. দিনে।

তবুও যাওনি ফুরিয়ে তুমি
আজও চেনা লাগে যেন সবই,
স্মৃতির দুয়ার খুলে দেখি
বহু পুরনো সে তুমি।

তোমাকে শত সহস্র বছর পেরিয়ে
এভাবে চাই,
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সব টাই।
হো.. আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা,
মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা
তোমার জন্য টুকরো বাহানা।

এভাবে চাই লিরিক্স - শাওন গানওয়ালা :
Aaj shob jante chaowa mana
Kichu beporoya ojana
Meghe aaral hocche smriti ra
Tomar jonno tukro bahana
Tomake shoto sohosro bochor periye
evabe chai
Tumi roye geche amar
Shomoy chuye sobtai