Bhanga Dana by Shreya Ghoshal



Bhanga Dana Lyrics by Shreya Ghoshal :

Bhanga Dana Song Is Sung by Shreya Ghoshal from Uraan bengali Movie. Featuring: Srabanti Chatterjee And Shaheb Bhattacharya. Music Composed by Joy Sarkar And Vanga Dana Lyrics In Bengali Written by Srijato. Song Mixed and Mastered by Abhijit Tenny Roy.

Song Name : Bhanga Dana
Film : Uraan
Singer : Shreya Ghoshal
Lyrics : Srijato
Music : Joy Sarkar
Director : Tridib Raman
Label : Amara Muzik Bengali

Bhanga Dana Song Lyrics In Bengali :

ভাঙ্গা ডানা
তবু আকাশের দিকে চোখ,
প্রতিটি শব্দ অঙ্গীকারের হোক।
ভাঙ্গা চোরা নদী সমুদ্রে ধাবমান
আমি কথা হবো সুর জুড়ে জুড়ে গান।

যত রাতই হোক
আগুন একাই জ্বলে,
যত রাতই হোক
আগুন একাই জ্বলে,
উড়ান, আমার উড়ান ..
দেখি আমায় কোথায় নিয়ে চলে।

খড়কুটো তবু আগলে রেখেছি ঘর
লেখায় লেখায় শান দেওয়া অক্ষর।
সময়ের কাছে হার মানবো না তাই;
আঙুল বুলিয়ে আকাশকে ছুঁতে চাই।

লোকে তো বলবে,
লোকে কত কিছু বলে,
লোকে তো বলবে
লোকে কত কিছু বলে,
উড়ান, আমার উড়ান...
দেখি আমায় কোথায় নিয়ে চলে।

খোলা চুলে আজ ফুটে আছে যত তারা
তারাই বিরোধী মশালের আস্কারা।
আছি বৃষ্টিতে, আছি বসন্ত শীতে
অথবা জ্বলছি এক কোনা ফুলকিতে।

আমি সেই জেদ হেরে যাওয়া অঞ্চলে,
আমি সেই জেদ হেরে যাওয়া অঞ্চলে
উড়ান, আমার উড়ান ...
দেখি আমায় কোথায় নিয়ে চলে,
নিয়ে চলে..

এই উড়ে চলা ঘরে ফিরবার নয়
এত ঝড় শুধু কন্যা রাশিতে সয়,
অতলে নেমেছি দুপায়ে ছুঁয়েছি চূড়া
ঘরে ঘরে আছে আমাদের বন্ধুরা।
নেই জন্মের শহরে মফঃস্বলে,
নেই জন্মের শহরে মফঃস্বলে
উড়ান, আমার উড়ান ..
দেখি আমায় কোথায় নিয়ে চলে..

ভাঙ্গা ডানা লিরিক্স শ্রেয়া ঘোষাল :
Bhanga Dana tobu akasher dike chokh
Protiti shobdo ongikarer hokh
Vanga chora nodi somudre dhaboman
Ami kotha hobo sur jure jure gaan
Joto raati hok agun ekai jwole
Uraan amar uraan
Dekhi amay kothay niye chole
Khorkuto tobu agle rekhechi ghor
Lekhay lekhay Shan Deya okkhor
Somoyer kache haar manbo na tai
Angul buliye akash ke chute chai