Aagun Lyrics from Asur :
Aagun Song Is Sung by Timir Biswas from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee And Nusrat Jahan. Music Composed by Bickram Ghosh And Agun Lyrics In Bengali Written by Sugato Guha. Song Programming Arrangements By Sayan Ganguly. Mix & Mastering by Shamik Guha Roy.Song : Aagun
Movie : Asur
Singers : Timir Biswas
Music Direction : Bickram Ghosh
Lyrics : Sugato Guha
Story, Screenplay & Direction : Pavel
D.O.P. : Joydip Bose
Producers : Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label : Grassroot Entertainment
Aagun Song Lyrics In Bengali :
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়,
তুফান আসে দেখ, কোন দরিয়ায়..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়।
কে ডাকে আমায়, সে আসে, কী যায়।
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
হাজার মনের হাজার কথায়
আজকে আমার কী আসে যায়,
যত রাগ ফেলে যাই, পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে।
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়,
কে ডাকে আমায়, সে আসে, কী যায়।
একমুঠো ছাই উড়লো কোথায়,
পুড়ছে কে আজ বলে দে আমায়।
ভাঙছে আকাশ সব ভেসে যায়
দু'হাত আমার, আগুন জ্বালায়,
হিসেব যত থাক পড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে
রইলো যে স্বপ্ন আমার।
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই, এ চিতায়।
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়,
তুফান আসে দেখ, কোন দরিয়ায় ..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়।
কে ডাকে আমায়,
সে আসে কী যায়..
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন লিরিক্স - অসুর - তিমির বিশ্বাস :
Ek mutho chhai urlo kothay
Purche ke aaj bole dey amai
Aagun mekhe dekh ke chole jay
Jhorer pakhi tar thikana haray
Keno tor dana vanga mon
Urte je chay
Tufan ase dekh Kon doriaay
Firbo na aar e kothay
Agune chai e chitay
Ke dake amay se ashe ki jay
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়,
তুফান আসে দেখ, কোন দরিয়ায়..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়।
কে ডাকে আমায়, সে আসে, কী যায়।
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
হাজার মনের হাজার কথায়
আজকে আমার কী আসে যায়,
যত রাগ ফেলে যাই, পথের ধারে
আলোতে সাজানো আমার কবরে।
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই এ চিতায়,
কে ডাকে আমায়, সে আসে, কী যায়।
একমুঠো ছাই উড়লো কোথায়,
পুড়ছে কে আজ বলে দে আমায়।
ভাঙছে আকাশ সব ভেসে যায়
দু'হাত আমার, আগুন জ্বালায়,
হিসেব যত থাক পড়ে দুনিয়ার
মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে
রইলো যে স্বপ্ন আমার।
ফিরবো না আর এ কথায়
আগুনে ছাই, এ চিতায়।
আগুন মেখে দেখ, কে চলে যায়
ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙা মন
উড়তে যে চায়,
তুফান আসে দেখ, কোন দরিয়ায় ..
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়
পোড়া এ মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন
স্বপ্ন আমার হেসে ফিরে যায়।
কে ডাকে আমায়,
সে আসে কী যায়..
একমুঠো ছাই উড়লো কোথায়
পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন লিরিক্স - অসুর - তিমির বিশ্বাস :
Ek mutho chhai urlo kothay
Purche ke aaj bole dey amai
Aagun mekhe dekh ke chole jay
Jhorer pakhi tar thikana haray
Keno tor dana vanga mon
Urte je chay
Tufan ase dekh Kon doriaay
Firbo na aar e kothay
Agune chai e chitay
Ke dake amay se ashe ki jay
0 Comments
Post a Comment