Daak Peon Lyrics by Neel Dutta :
Daak Peon Song Is Sung by Neel Dutta from Maach Mishti And More Bengali Movie. Starring: Soumitra Chattopadhyay, Raima Sen, Parambrata Chattopadhyay, Swastika Mukhopadhyay, Parno Mitra, Shauvik Kundagrami And Others. Music Composed by Neel Dutt And Daak Piyon Lyrics In Bengali Written by Anshuman Chakraborty.Song : Dak Peon
Movie : Maach Mishti & More
Singer : Neel Dutt
Music Director : Neel Dutt
Lyricist : Anshuman Chakraborty
Director : Mainak Bhaumik
Label : Saregama India Ltd
Daak Peon Song Lyrics In Bengali :
আজ ঝলমল করে উঠলো নতুন সকালভিড়ে ঠাসা বুড়ো রাস্তায়,
ট্রাম লাইন আর অ্যাসফল্ট উঠল হেসে
অনেকদিন পর এই কোলকাতায়।
পুরোনো বইয়েদের তরঙ্গ খুলে
আজ রোদের শুকোবার দিন,
ডাক দিলো নিওন, ডাক পিওন
আর পোস্টার সাঁটা দেয়ালরা সব
শহরে সাজ সাজ রব,
প্যামফ্লেটে নতুন করে বেঁচে থাকার কলরব।
আজ শীতঘুম ভেঙ্গে আরমোড়া ভাঙ্গছে দেখো
বাতিল স্বপ্ন গুলো,
রোদ্দুর আর শন শন হাওয়া একজোট হয়ে
ঝাড়ছে গতকালের ধুলো।
আজ যাদুঘরে সব হিমেল ভল্টে
প্রাণ ফিরে পাবার মরশুম,
ডাক দিলো নিয়ন, ডাক পিয়ন
আর পোস্টার সাঁটা দেয়ালরা সব
শহরে সাজ সাজ রব,
প্যামফ্লেটে নতুন করে বেঁচে থাকার কলরব।
চুরমার হওয়া আদ্দিকালের বাড়ি
তবু খেলছে তাতে গাছের চারা,
শপিং মলে একটা খুদে মেয়ে
দেখে কাঁচের ফাঁকে মেঘের ইশারা।
নতুন আর পুরোনো মিলেমিশে
মেখে সামনে চলার ক্যালেন্ডার,
ডাক দিলো নিয়ন, ডাক পিয়ন
আর পোস্টার সাঁটা দেয়ালরা সব
শহরে সাজ সাজ রব,
প্যামফ্লেটে নতুন করে বেঁচে থাকার কলরব।
ঝুল পড়া দোকানের ছেঁড়া কলারে
আজ কফি শপ মুখ ঘষে,
চকচকে বালিশের হাত ধরেছে
আজ যা কিছু খসখসে।
মসৃন আর এবড়ো-খেবড়ো বানালো একসাথে
বাঁচার মোজাইক,
ডাক দিলো নিয়ন, ডাক পিয়ন
আর পোস্টার সাঁটা দেয়ালরা সব
শহরে সাজ সাজ রব,
প্যামফ্লেটে নতুন করে বেঁচে থাকার কলরব।
ডাক পিওন লিরিক্স :
Aaj jholmol kore uthlo notun sokal
Bhir thasa buro rastay
Tram line aar asphalt uthlo hese
Onekdin por ei kolkatay
Daak dilo niyon dak piyon
Aar poster sata dewalra sob
Shohore aaj saaj saaj rob
Pamphlet-e notun kore beche thakar kolorob
0 Comments
Post a Comment