Ami Sajabo Tomare by Sharmin | Jk Majlish



Ami Sajabo Tomare Lyrics by Sharmin :

Ami Sajabo Tomare Song Is Sung by Sharmin. Song Lyrics In Bengali Written by Esak Sarkar.

Song : Ami Sajabo Tomare
Singer : Sharmin
Lyrics & Tune : Esak Sarkar
Keyboard : Jk Majlish
Guitar : Nur Ali Nil
Drums : Rushdi
Direction & Edit: Nur Hossain Hira
Label : Rtv Music

Ami Sajabo Tomare Song Lyrics In Bengali :

আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

তুমি যদি আসো আমার ঘরে
দেখব তোমায় দুই নয়ন ভরে,
আমার গলার মালা খুলে
দেবো তোমারে বন্ধু,
আমার গলার মালা খুলে
দেবো তোমারে..
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

তুমি যদি আসো আমার কাছে
রাখবো তোমায় আমারই পাশে,
তুমি ছাড়া একা একা থাকি কি করে বন্ধু,
তুমি ছাড়া একা একা থাকি কি করে..
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথি হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

ইসাক সরকার যেই দুঃখের দুঃখী
প্রাণ বন্ধুরে পাইলে হইতো সুখী,
ইসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে
হায়রে,
ইসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে,
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

আমি সাজাবো তোমারে লিরিক্স :
Ami sajabo tomare amar moner moto kore
Sathi hoiya asho jodi amari ghore
Tumi josi asho amar ghore
Dekhbo tomay dui noyon bhore
Amar golar mala khule
Debo tomare bondhu