Tumi Sagor Joler Majhe Vasiye Dile by Kumar Sanu



Tumi Sagor Joler Majhe Vasiye Dile Lyrics by Kumar Sanu :

Tumi Sagor Joler Majhe Vasiye Dile Song Is SUng by Kumar Sanu from Ami Boro Eka Bengali Album. Starring: Manik And Mariya. Music Composed by And Tumi Sagar Joler Majhe Bhashiye Dile Lyrics Written by Ethun Babu.

Song : Tumi Sagor Joler Majhe Vasiye Dile
Album : Ami Boro Eka
Singer : Kumar Sanu
Music & Lyrics : Ethun Babu

Tumi Sagor Joler Majhe Vasiye Dile Song Lyrics In Bengali :

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

থাকবো স্মৃতি নিয়ে একাকি ঘরে
ঘুম নেই দুচোখে অন্ধকারে,
ভোরের পাখিরা আজ কান্না শুনে
উড়ে যায় দুঃখী মনে আসে না ফিরে।
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

কতদিন দেখিনি যে তোমার ওই মুখ
পেয়েছো কি খুঁজে তুমি পেয়েছো কি সুখ,
হাজার তুফান আর ঝড় আসুক
আশায় থাকবো আমি যে যাই বলুক।
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে,
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে।

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে লিরিক্স - কুমার শানু :
Tumi sagor joler majhe bhashiye dile
Bhashbo chirokal bethari jole
Koster dheu dola diye ki bole
Ashohay e jibon evabe chole
Tumi Sagor joler majhe vashiye dile
Vashbo chirokal beythari jole