Tomra Ekhono Ki End Song by Nikhita Gandhi



Tomra Ekhono Ki Lyrics by Nikhita Gandhi :

Tomra Ekhono Ki Song Is Sung by Nikhita Gandhi from Meghnadbodh Rohoshyo Bengali Movie. Starring: Abir Chatterjee, Sabyasachi Chakraborty, Gargi Roy Chowdhury, Saayoni Ghosh, Vikram Chatterjee and others. End Song Lyrics Written by Debojyoti Mishra.

Song Name : Tomra Ekhono Ki (End Song)
Movie : Meghnadbodh Rohoshyo
Singer : Nikhita Gandhi
Music & Lyrics : Debojyoti Mishra
Written & Directed by : Anik Datta
Screenplay : Anik Datta & Utsav Mukherjee
Digital Marketing : PSS Entertainments
Label : Friends Communication

Tomra Ekhono Ki Song Lyrics In Bengali :

তোমরা এখনও কি ঘুমের মধ্যে জেগে
তারার মিছিল দেখো আকাশের গায়ে,
গানের সঙ্গে হাঁটো বহুদূর, দূর পথ,
সময়ের ঝড় ঠেলে শ্রান্ত পায়ে।

ভাঙা ছাদ-কার্নিশে, পুরনো বার্নিশে
যে ব্যথা লেগে আছে, তাকে কি ফেরাও?
যে ডাক শুনেছিলে, পথেই পথ চেনা
সে কবি ঘুমিয়ে গেলে, তাকে কি জাগাও?
তোমরা এখনও কি ...
ঘুমের মধ্যে জেগে?

বারুদ গন্ধের সেই সে গলিপথ
যেখানে ছেড়ে গেছে বন্ধুটির হাত,
যেখানে রক্তের শুকনো দাগ আজও
আবছা লেগে থাকে অন্তহীন রাত।

বারুদ পুড়েছিল, সেই যে গলিপথ
যেখানে ছেড়ে গেছে ভীরু সে হাত,
তাকে কি মনে পড়ে বেলা ও অবেলায়?
হয়তো জেগে থাকা শূন্যরাত।
এখন কালবেলা..
নদীরা পুড়ছে আজও,
তবুও আগুন নাকি উষ্ণ নয়,
কেউ তো রাখেনি কথা,
রাখার কথা কি ছিল,
কথারা প্রলাপ গায় শহরময়,
তোমরা এখনও কি পলাশ ফুটলে পথে
চমকে দাঁড়িয়ে ভাবো দিনবদল..
আবছা অক্ষর পুরনো ডায়েরিতে,
হন্যে হয়ে খোঁজো কার আদল?

তোমরা আজও কি পথে?
তোমরা আজও কি গাও?
তোমরা আজও কি ভাবো?
তোমরা আজও কি জাগো?
তোমরা আজও কি চাও?
তোমরা আজও কি ...

তোমরা এখনও কি লিরিক্স - নিকিতা গান্ধী :
Tomra ekhono ki
Ghumer moddhe jege
Tarar michil dekho
Akasher gaye
Gaaner songge hato
Bohudur dur poth
Somoyer jhor thele
Shranto paye